রবিউল ইসলাম,জেলা প্রতিনিধি প্রতিনিধি(জামালপুর):
জামালপুর সরিষাবাড়ী উপজেলার সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়(স্কুল ও কলেজ) এর এইচএসসি ও বিএম পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩রা(নভেম্বর) বৃহস্পতিবার সকালে বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়(স্কুল ও কলেজ) এর অধ্যক্ষ মোহাম্মদ শহীদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা।
শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণামূলক বক্তব্যে প্রধান অতিথি উপমা ফারিসা বলেন-“আজকের তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে দক্ষভাবে তোমাদের গড়ে উঠতে হবে।জীবনের সকল বাধা প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে তোমাদের এগিয়ে যেতে হবে।এসময় শিক্ষার্থীদের হাতে থাকা গোলাপ ফুলের সাথে উপমা দিয়ে তিনি বলেন, গোলাপ অনেক সুন্দর হওয়া সত্বেও যেমন তার গায়ে কাটা থাকে এবং কাটা থাকা সত্বেও যেমন আমরা গোলাপকে ভালবাসি তেমনি জীবনকেও ভালবেসে কাটার ন্যায় সকল প্রতিবন্ধকতা এডিয়ে সামনে এগিয়ে যেতে হবে।পরিক্ষায় কোনোভাবেই অসদুপায় অবলম্বন করবে না। বাবা -মার সাথে ভাল ব্যবহার করতে হবে। বাল্য বিবাহ প্রতিরোধে তোমাদের ভূমিকা রাখতে হবে”।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন -সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় (স্কুল ও কলেজ) এর সহকারী অধ্যাপক মোঃ মাজনুনুল হক, পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রভাষক মোঃ সারওয়ার হোসেন, গণিত বিষয়ের প্রভাষক মোঃ আঃ রাজ্জ্বাক,ইংরেজী বিষয়ের প্রভাষক মোঃ আলমগীর হোসেন, প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান, মন্জুর রহমান,একেএম আশরাফুজ্জামান, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা