• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
কোন মায়ায় তুমি বেঁধেছো প্রেমিকেরে? মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেপ্তারের দাবীতে পাবনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের মানব বন্ধন অনুষ্ঠিত লৌহজংয়ে চার প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা   লৌহজংয়ে ভূমিহীন-গৃহহীন ৪৫ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর মাধবপুরে পবিত্র রমজান উপলক্ষে অসহায়দের মাঝে ইফতার”খাদ্য সামগ্রী বিতরণ লৌহজংয়ে দশ ট্রাক চায়না দুয়ারি আটক দৌলতখানে উঃ জয়নগর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ ফরিদগঞ্জে ৩১ পরিবার মুজিবর্ষের ঘর প্রদানের মধ্যে দিয়ে উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষণা ভোলা কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া অনুষ্ঠিত লৌহজংয়ে ১৭ জেলে পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ

সরিষাবাড়ীতে এ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ১৪০ জন পড়েছে
প্রকাশিত সময়: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

মোঃ রবিউল ইসলাম, জেলা প্রতিনিধি(জামালপুর):

জামালপুরের সরিষাবাড়ীতে উত্তর চুনিয়া পটল যুব সমাজ কতৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা মরহুম এ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫আগস্ট ২০২২)বিকেল ৪টায় উপজেলার সাতপোয়া ইউনিয়ন এর চুনিয়া পটল বউ বাজার এলাকায় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলার প্রধান আকর্ষণ ছিল মূল শহর থেকে বহুদূরে গ্রামের সবুজ ঘাস বিস্তৃত মাঠ এবং সাথে দু’দলেই ২২ জন তরুণ প্রজন্মের উদীয়মান খেলোয়াড়। খেলার শুরু থেকে সমাপ্তি পর্যন্ত মনোমুগ্ধকর কাউন্টার এটাকিং ফুটবল খেলা প্রদর্শন করে তরুণ এই খেলোয়াড়রা।

শ্বাসরুদ্ধকর এই ফাইনাল ম্যাচে অংশগ্রহণকারী আরাফাত ফুটবল একাদশ বনাম আমানুল্লাহ ফুটবল একাদশ এর নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন হাজার হাজার দর্শক।তবে নির্ধারিত সময়ের মধ্যে কোন দলই গোল নামে সোনার হরিণের দেখা পায়নি।
ফলে ৯০ মিনিটের সময়সীমা শেষে খেলাটির ট্রাইবেকার হয় এবং ৩/৪ গোলে এগিয়ে থেকে আরাফাত ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উক্ত ফাইনাল খেলায় সভাপতির আসন অলংকৃত করা ঐ এলাকার কৃতিসন্তান ও সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান(এম.পি)।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সরিষাবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর শাখাওয়াত আলম মুকুল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ১নং সাতপোয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ রেজাউল করীম, সাধারণ সম্পাদক মির্জা সুমন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমজাদ ফকির প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ১নং সাতপোয়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি স্বপন ফকির।
অনুষ্ঠানে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভাপতি শহীদুর রহমান বলেন, এমন একটি দিনে খেলাটির আয়োজন করা হয়ছে যেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য সন্তান ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী।এই খেলার মাধ্যমে তরুণ সমাজের ছেলেমেয়ে সহ সকলে শহীদ ক্যাপ্টেন শেখ কামালকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে পারল। তাই এ ফাইনাল খেলাটি ক্রীড়াপ্রেমী শহীদ ক্যাপ্টেন শেখ কামালকে উৎস্বর্গ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌