• রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম

সরিষাবাড়ীতে করোনায় আরও ২জন এর মৃত্যু নতুন সনাক্ত ১৩ 

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ৩৭১ জন পড়েছে
প্রকাশিত সময়: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

মোঃ রবিউল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধিঃ
মহামারী করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ বিশালভাবে ছড়িয়ে পড়েছে পুরো দেশে। দেশে প্রতিদিনই সনাক্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা ভয়াবহ আকারে বৃদ্ধি পাচ্ছে। পুরো দেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলাতেও দিনদিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেইসাথে মৃত্যুর সংখ্যাটাও বেড়েই চলেছে।
জামালপুর এর সরিষাবাড়ীতে করোনায় আরও ২জনের মৃত্যু হয়েছে এবং নতুন আক্রান্ত হয়েছে ১৩জন। এ নিয়ে উপজেলায় মোট মৃত্যু দাঁড়াল ৮জন এবং মোট সনাক্তের সংখ্যা ৩১৮জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আজ সোমবার ০৫/০৭/২১ইং তারিখে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী সরিষাবাড়ীতে নতুন আরও ১৩জন করোনা রোগী সনাক্ত হয়েছে। তার মধ্যে এন্টিজেন পজিটিভ ৩টি। তন্মধ্যে একজন জামালপুর সদরে পজিটিভ হয়।
আর ময়মনসিংহে চিকিৎসাধীন থাকা অবস্থায় সরিষাবাড়ীর ২জন মৃত্যু বরন করেছেন। তাদের একজনের বাড়ি পোগলদীঘা ইউনিয়ন এর রঘুনাথপুর ও অন্যজন শানাকৈর এর অধিবাসী ছিলেন।
সনাক্তদের মধ্য উপজেলার মুল বাড়ী গ্রামের ১ জন পুরুষ তার বয়স হলো ৫০ বছর। আর ১ জন তার ছেলে বয়স ২০ বছর। এছাড়া সরিষাবাড়ী উপজেলার ধানাটা গ্রামের ১ জন মহিলা তার বয়স ৬৫ বছর। উপজেলার পিংনা গ্রামের ১ জন পুরুষ ও ১ জন মহিলা। তাদের বয়স যথাক্রমে ৬০ বছর এবং ৫৩ বছর। তারাকান্দি যমুনা সার কারখানার ১ জন মহিলা তার বয়স ৪০বছর। বগারপাড় সাইঞ্চারপার গ্রামের ১ জন পুরুষ তার বয়স ২৮ বছর। চর আদ্রার গ্রামের ১ জন পুরুষ তার বয়স ৫১ বছর। পৌর এলাকার মাইজ বাড়ী গ্রামের ১ জন পুরুষ তার বয়স ৪৯ বছর। উপজেলার জগন্নাথগঞ্জ ঘাটের ১ জন পুরুষ ও ১ জন মহিলা। তাদের বয়স যথাক্রমে ৪৮ বছর এবং ১২ বছর। বেলাল হোসেন নামে আর ১জন সহ সর্বমোট ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
অধিকন্তু সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং প্রয়োজনে বাহিরে বের হলে অবশ্যই মাক্স পরিধান করার আওভান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌