মোঃ রবিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে ২০২১ সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় খাদিজাতুল ইসলাম অনন্যা নামে এক শিক্ষার্থীর লিখিত পরীক্ষায় চান্স হয়েছে।
সে সরিষাবাড়ীর সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহীন স্কুল উপজেলা শাখার একজন নিয়মিত ছাত্রী।
জানা যায়, গত ২২ নভেম্বর ২০২০ সকাল ৮ টা হতে ১০ জানুয়ারী ২০২১ বিকাল ৫ টা পর্যন্ত এ বছরের ক্যাডেট কলেজ ভর্তির আবেদন প্রক্রিয়া চলে। যেখানে শাহীন স্কুল সরিষাবাড়ী শাখা হতে মহামারী করোনার কারণে মাত্র ১৬ জন পরিক্ষার্থী ক্যাডেট কলেজে ভর্তির জন্য আবেদন করে।
তার মধ্যে থেকে খাদিজাতুল ইসলাম অনন্যা লিখিত পরীক্ষায় চান্স পেয়েছে। যার ইনডেক্স নম্বর-2091000066.
খাদিজাতুল ইসলাম অনন্যা সরিষাবাড়ীর উপজেলার কুমারপাড়া গ্রামের মোঃ খোরশেদ ইসলাম ও বিলকিস শেখ এর মেয়ে।
কৃতী এই শিক্ষার্থীকে শাহীন স্কুল সরিষাবাড়ী শাখার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
এ সম্পর্কে শাহীন স্কুল সরিষাবাড়ী শাখার পরিচালক তোজাম্মেল হক বলেন, সরিষাবাড়ীতে ২০১৫ সালে শাহীন স্কুল প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ৬ জন এর লিখিত চান্স হয়েছে তার মধ্যে ১ জন এর চূড়ান্তভাবে ক্যাডেট কলেজে চান্স হয়েছে। এবার স্কুল বন্ধ থাকলেও আমরা নিয়মিত অনলাইনের মাধ্যমে ও আমাদের শিক্ষকদের দিয়ে অ্যাসাইন্টমেন্ট আকারে পড়ানোর ব্যবস্থা করেছি। সে শাহীন স্কুলের একজন নিয়মিত ছাত্রী ছিল এবং শিক্ষকদের দিক নির্দেশনা মেনে পড়াশোনা করত। তাই সে এতবড় সাফল্য অর্জন করেছে। আমি তার ভবিষ্যত জীবনের জন্য মঙ্গল কামনা করি।
এ সম্পর্কে খাদিজাতুল ইসলাম অনন্যার মা বিলকিস আক্তার বলেন, “শাহীন স্কুল এর উপর একটা বড় আশা করে অনন্যাকে আমি এখানে ক্যাডেট কোচিং করিয়েছি। আলহামদুলিল্লাহ আমার মেয়ে ক্যাডেট ভর্তি পরিক্ষায় লিখিত চান্স হয়েছে। আমি শাহীন স্কুল এর সকল শিক্ষকমণ্ডলীর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি ওর জন্য সকলের নিকট দোয়া চাই”
উল্লেখ্য যে, ক্যাডেট কলেজসমূহ বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত স্বায়ত্তশাসিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান।