মোঃ রবিউল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধিঃ
সরিষাবাড়ীতে পবিত্র ঈদ-উল ফিতরের অনাবিল আনন্দ ও খুশী সকলের মাঝে বিলিয়ে দিতে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন স্থানীয় সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান।
আজ পবিত্র শুক্রবার উপজেলার ৫ নং ওয়ার্ড কামরাবাদে সকাল ১১ টায় প্রতিমন্ত্রীর পক্ষে ঈদ বস্ত্র বিতরণ করেন তার স্নেহভাজন কর্মী ৫ নং ওয়ার্ড কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল।
বৃদ্ধ-বৃদ্ধা ও মহিলাদের শাড়ি এবং লুঙ্গিসহ দুইশত ব্যক্তির মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আওনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ তরফদার, কামরাবাদ ইউনিয়ন এর চেয়ারম্যান পদপ্রার্থী সামিউল হক এবং আওনা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী এম এ জলিল রতন সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।