মোঃ রবিউল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল আজিজ(৪৬) নামে একজন তাল পাড়া শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
তিনি হলেন ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের উত্তরপাড়া মৃত ছইনছ্যা শেখের ছেলে।
আজ বৃহস্পতিবার(১০ জুন) দুপুর ১২টার দিকে সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া গ্রামে পেশাগত কাজ তাল পাড়ে গিয়ে তাল গাছেই এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, বড়বাড়ীয়া গ্রামের হাছেন সরদার এর ছেলে মোজাম্মেল হক গত সপ্তাহে তালের বেপারিদের কাছে গাছের সমস্ত কাঁচাতাল বিক্রি করেন।
আজ সকাল সাড়ে ১১ টার দিকে ৪ জন লোক আসে তালগাছের তাল পাড়ার জন্য। তাদের মধ্যে আব্দুল আজিজ(৪৬) নামে একজন কে তাঁরা তাল গাছে উঠেয়ে দেন এবং সে তাল পাড়তে থাকে।
হঠাৎ তাল কর্তনকারী শ্রমিক আব্দুল আজিজ চিৎকার দিলে নিচে থাকা সহকর্মীরা দেখতে পারেন সে বিদ্যুৎতায়িত হয়েছে এবং কারেন্টের তার হতে আগুনের গোলা পড়ছে। সহকর্মীরা বিদ্যুৎপৃষ্ট আব্দুল আজিজের এমন বীভৎস মৃত্যুর দৃশ্য দেখে তাঁরা ভয়ে পালিয়ে গেছেন বলে জানান স্থানীয়রা।
এদিকে এলাকাবাসী জানান, শ্রমিকটি বিদ্যুৎতায়িত হওয়ার পর উপজেলার বিদ্যুৎ অফিস, ফায়ার সার্ভিস ও থানায় খবর দেন তাঁরা। সাথে সাথে বিদ্যুৎ বন্ধ করে দেয় এবং ফায়ার সার্ভিসের লোকজন তৎক্ষণাৎ ঘটনাস্থলে চলে এলেও তালগাছে আটকে থাকা ঝুলন্ত মৃত ব্যক্তিকে উচু লেড্রাস না থাকায় উদ্ধার পারেনা।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসে কর্তব্যরত ষ্টেশন অফিসার মিজানুর রহমান জানান তাদের কাছে উচু লেড্রাস না থাকায় তারা বিষয়টি জেলায় পর্যায়ে জানিয়েছেন তাঁরা আসছে। প্রায় ২ঘন্টা অপেক্ষার পর তালগাছে ঝুলে থাকা মৃত দেহটি জামালপুর ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার করেন।
মৃত দেহটি উদ্ধারের পর সুরুত হাল শনাক্ত করে থানায় নিয়ে আসে এবং এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক জানান,কোন অভিযোগ না থাকায় মৃত ব্যক্তিকে তাঁর আপনজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।