
মোঃ রবিউল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের আয়োজনে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান (এম.পি)।
আজ ১১ মে ২০২১ (মঙ্গলবার) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ডোয়াইল ইউনিয়ন এর ডোয়াইল বাজার বালুর মাঠ এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সরেজমিনে দেখা যায়, ৫ শত অসহায় দরিদ্র মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল, তেল, লবন, চিনি, সেমাই এবং সাবান বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, এই মহামারী পরিস্থিতিতে শুধুমাত্র আওয়ামীলীগ সরকার অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এ কাজ অব্যাহত থাকবে। অপর দিকে বিএনপি সরকার নানা ষড়যন্ত্র নিয়ে সর্বদা ব্যস্ত থাকে। এই করোনাকালীন সময়ে তারা জনগণের পাশে না দাঁড়িয়ে তাদের নেত্রী খালেদা জিয়ার রোগ নিয়ে রাজনৈতি করে বেঁড়াচ্ছেন। আমি এমন রাজনীতির তীব্র নিন্দা জানাচ্ছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ, পৌর মেয়র মনির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, মাহমুদা সালাম মহিলা কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী ভূইয়া, জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বণিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাঙ্গা, যুবলীগের সহ-সভাপতি ফরিদ আহাম্মেদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন চাকলাদার, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম আল মামুন, ৫নং ওয়ার্ড এর কাউন্সিলর শাখাওয়াত আলম মুকুল সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।