জামালপুরের সরিষাবাড়ীতে পাটগুদামে আকস্মিক অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার পাট পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে।
উপজেলার ৮ নং মহাদান ইউনিয়নের সেংগুয়া হাজীবাড়ী মোড়ে শুক্রবার ভোরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার খবর পেয়ে সরিষাবাড়ীর ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শী ও গুদাম মালিক সূত্রে জানা যায় যে, উপজেলার সেংগুয়া হাজীবাড়ী মোড় এলাকায় ব্যবসায়ী টুকনের নিজস্ব গুদামে বিভিন্ন স্থান থেকে প্রায় দুই হাজার মণ পাট ক্রয় করে ওই গুদামে সংরক্ষণ করেছিলেন তিন ব্যবসায়ী।
যার বর্তমান বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।শুক্রবার ভোর রাতে হঠাৎ গুদামে আগুন দেখতে পায় স্থানীয়রা।তারা অনতিবিলম্বে ফায়ার সার্ভিস এ খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
এ ঘটনায় হাবিবুর রহমার টুকন বাদী হয়ে সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।পাট ব্যবসায়ী টুকন মিয়া সাংবাদিক দের বলেন,, তার গুদামে কোনো বিদ্যুৎ সংযোগ ও কোনো পাহারাদার নেই। দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে তার গুদামে আগুন দিয়েছে।
সরিষাবাড়ী থানার ওসি আবু মো. ফজলুল করীম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । সুস্ঠ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।