“দুর্ঘটনা – দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যের আলোকে জামালপুর সরিষাবাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অফিস প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ফায়ার সার্ভিসের সিনিয়র(ভারপ্রাপ্ত) স্টেশন অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা।
সরিষাবাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র ফায়ার লিডার মোঃ রইচ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌর মেয়র মনির উদ্দিন,সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ মহব্বত কবীর,উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি গুলজার হোসেন, সেক্রেটারি ইসমাঈল হোসেন,কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল ফায়ার সার্ভিস এর কর্মীবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার(ভারপ্রাপ্ত)মিজানুর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অগ্নিকাণ্ডসহ সকল দুর্যোগ মোকাবিলা ও নাগরিক সুরক্ষা নিশ্চিতকরণ পাশাপাশি দুর্যোগ -দুর্ঘটনায় জীবন ও সম্পদ রক্ষার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।