মোঃ রবিউল ইসলাম, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে জুয়ার বোর্ডের পাওনা মাত্র ৫০ টাকা পরে চাইতে গিয়ে সৃষ্ট ঝগড়াঝাটি কে কেন্দ্র করে এক যুবক খুন হয়েছে।
ঘটনাটি ঘটেছে, সরিষাবাড়ী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাঠিয়ার বাড়ী গ্রামে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত (১৩ ডিসেম্বরর) রবিবার দিবাগত রাতে কাঠিয়ার বাড়ী গ্রামের পশ্চিম পার্শ্বে ধান ক্ষেতের মধ্যে তমছের আলী পাগলের ছেলে মোঃ আলম মিয়া(১৯)কে খুন করা হয়েছে। নিহত আলমের লাশ ভোর বেলা মানিকের মা গরুর গোবর ফেলতে গিয়ে আম গাছের নিচে দেখতে পান বলে জানান।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার ১৩ (ডিসেম্বর) দিবাগত রাতে আনুমানিক ১টার দিকে কাঠিয়ার বাড়ী জামে মসজিদের পার্শ্বে তমছের আলী পাগলের ছেলে মোঃ আলম মিয়া(১৯) এর সাথে ঝগড়া বিবাদ করেন একই গ্রামের হাছেন মেঠের ছেলে মুক্তা(৩০) এবং ফজল মিয়ার ছেলে সুমন মিয়া(২৭)।
কথাকাটাকাটির এক পর্যায়ে মুক্তা ও সুমন মিলে আলমকে মারধরও শুরু করেন। মারামারির আওয়াজ শুনে আশপাশের বাড়ী থেকে লোকজন উঠে এসে মারামারি থামান এবং তাদের চলে যেতে বলেন।
মুক্তা ও সুমন চলে যাওয়ার সময় আলমকে হুমকি দিয়ে যায় যে পরে তাকে দেখে নিবে।
আর ঐ দিন সকালেই ধান ক্ষেতের মধ্যে আলমের লাশ খুঁজে পাওয়া যায়।
এমতাবস্থায় নিহত আলমের মা আনোয়ারা বেগম দাবী করে মুক্তা ও সুমন মিলেই তাঁর ছেলেকে খুন করেছে।
খবরটি পেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ তৎক্ষনাৎ ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা পায়।
খুনের সংবাদ পেয়ে রবিবার সকালে পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আবু মোঃ ফজলুল করিম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।