রবিউল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকালে ড্রেজার মেশিন ও পাইপ পুড়িয়ে দেওয়ায় ম্যাজিস্ট্রেটের গাড়ীতে হামলা করার খবর পাওয়া গেছে।
উপজেলার ৪নং আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ জেটিঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে।
জানা যায় , ঐ এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং দলীয় নেতৃবৃন্দদের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন যাবৎ অবাধে বালু বাণিজ্য করে আসছে।
খবর পেয়ে ১৯ এপ্রিল (সোমবার) বেলা সাড়ে ১১ টায় সরিষাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত ঘটনাস্থলে যান এবং তার নির্দেশে ৬ টি ড্রেজার মেশিন ও পাইপ পুড়িয়ে দেওয়া হয়।
আর এতে অবৈধ ড্রেজার সিন্ডিকেট এর লোকজন ক্ষিপ্ত হয়ে যান। তারা কয়েকজন সংঘবদ্ধ হয়ে সরিষাবাড়ী সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত’র গাড়িতে হামলা করে।
পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত’র নেতৃত্বে পুলিশ শাহা জামাল নামে একজনকে আটক করে সরিষাবাড়ী থানায় নিয়ে আসে।
ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন – অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আবাদি জমিসহ ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা সরকারের কর্মচারী, সকল কাজ জনস্বার্থে করে থাকি। আমাদের কাজে বাধা দেয়া মানে জনস্বার্থে আঘাত করা। ভবিষ্যতে এধরণের অপরাধ আরও কঠোর ভাবে দমন করা হবে।