মোঃ রবিউল ইসলাম, সরিষাবাড়ী প্রতিনিধিঃ
কতিপয় তরুণ, মেধাবী, ন্যায়, নিষ্ঠাবান ও উদিয়মান সাংবাদিকদের সমন্বয়ে গঠিত সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা হিসেবে আনিছুর রহমান এলিনকে ফুলেল শুভেচ্ছা ও সন্মাননা স্মারক প্রদান করেছেন উক্ত ক্লাবের সদস্যরা।
গতকাল ২৭ জানুয়ারি বুধবার রাত সাড়ে ৭ টায় সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাব এর কার্যালয়ে উপদেষ্টা আনিছুর রহমান এলিনকে এ সন্মাননা স্মরক প্রদান করা হয়।
এ সময় সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: গুলজার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সম্মানিত উপদেষ্টা আনিছুর রহমান এলিন, সাবেক স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান,কামরাবাদ উইপি,সরিষাবাড়ী এবং বাংলাদেশ আওয়ামীলীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ম্যানেজিং ডিরেক্টর ঐশী সিটি সেন্টার, ঢাকা।
এ সময় আনিছুর রহমান এলিন বলেন, “অন্যায়ের কাছে মাথা নত করা সাংবাদিকের নৈতিকতা নয়, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই হল সাংবাদিকতা”।
এসময় আরোও উপস্থিত ছিলেন জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহ-সভাপতি সুলতান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক রাইসুল ইসলাম খোকন, কার্য নির্বাহী সদস্য রাজু আহমেদ রনি, মেহেদী হাসান ও রফিকুল ইসলাম ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ প্রমুখ।