মোঃ রবিউল ইসলাম,জামালপুর জেলা প্রতিনিধিঃ
মানবতাই আমাদের শক্তি(Humanity Is Our Strength) এই শ্লোগান’কে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে সমাজ সেবামূলক প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশ সংগঠন এর আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ই জুন (শুক্রবার) বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা মহাবিদ্যালয়ের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, মানবসেবায় নিজেদের নিয়োজিত করতে ‘আমাদের বাংলাদেশ’ নামে ১ মে ২০২০ সালে সংগঠনটি সারাদেশে যাত্রা শুরু করে এবং পরবর্তীতে সংগঠনটির কার্যক্রম পর্যায়ক্রমে প্রতিটি উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই সংগঠনের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।
তারই ধারাবাহিকতায় আজকের এই মতবিনিময় এবং আলোচনার সভার আয়োজন করেন আমাদের বাংলাদেশ সংগঠনের সদ্য গঠিত সরিষাবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এই সময় উক্ত অনুষ্ঠানে আমাদের বাংলাদেশ সংগঠনের পোগলদিঘা ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে সজিব রায়হান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় আরেফিন সাগর’কে।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ সরিষাবাড়ী উপজেলা শাখার কার্যকরী সদস্য জনাব আলহাজ্ব মোঃ আবুল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ২ নং পোগলদিঘা ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী জনাব এম এ জলিল রতন।
উপস্থিত ছিলেন আমাদের বাংলাদেশ সংগঠনের কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক আবরার ফয়সাল, উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আলিফ আরাফাত আলবি, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাশেদ সহ জেলা শাখার নেতৃবৃন্দ।
এই সময় উক্ত অনুষ্ঠানে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন জনাব আলহাজ্ব মো আবুল হোসেন, আলিফ আরাফাত আলবি, রাশেদ, সৈকত, আপেল, আবরার ফয়সাল এবং এম এ জলিল রতন।