• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
আজকের আকাশের চাঁদ লালমোহনে জমি বিরোধে বৃদ্ধা মা ও ছেলেকে হত্যা চেষ্টা! ৩৮কেজি গাঁজা সহ ০১মাদক কারবারী আটক করেছে র‍্যাব-১৪ ফরিদগঞ্জে মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিল ২ বন্ধুর প্রাণ স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে নিয়ে দলিত পিছিয়েপড়া জনগোষ্ঠীর মতবিনিময় সভা- কোন মায়ায় তুমি বেঁধেছো প্রেমিকেরে? মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেপ্তারের দাবীতে পাবনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের মানব বন্ধন অনুষ্ঠিত লৌহজংয়ে চার প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা   লৌহজংয়ে ভূমিহীন-গৃহহীন ৪৫ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর মাধবপুরে পবিত্র রমজান উপলক্ষে অসহায়দের মাঝে ইফতার”খাদ্য সামগ্রী বিতরণ

সরিষাবাড়ীতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সমকাল সুহৃদ সমাবেশ এর মাংস বিতরণ 

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ২৮৭ জন পড়েছে
প্রকাশিত সময়: শনিবার, ২৪ জুলাই, ২০২১

মোঃ রবিউল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধিঃ
কঠোর লকডাউন এর মধ্যেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আযহা পালিত হয়েছে।
কিন্তু এ কথা নিশ্চিত করে বলা যায় অনেক মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত যারা প্রতি বছর কোরবানি দিতেন, এবার করোনার কারণে আর্থিক সংকটে তারা কোরবানি দিতে পারেননি। তাদের এই অক্ষমতা কারো কাছে প্রকাশও করতে পারেননি।
আবার অনেক দুস্থ ও অসহায় রয়েছে  আছে যারা কুরবানি দিতে অক্ষম, একটু গোশত পেতে কুরবানি যারা দেয় তাদের দিকে তাকিয়ে থাকে।
করোনাকালে এমন বিপন্ন মানুষের মুখে একচিলতে হাসি ফোটাতে পারার মধ্যে বিমল আনন্দ পাওয়া যায়। আর তাই-
জামালপুরের সরিষাবাড়ীতে আল খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহৃদ সমাবেশ এবার পবিত্র ঈদুল আযহায় মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণের মধ্য দিয়ে সেই আনন্দের অংশীদার হলো।
গত ২২ জুলাই (বৃহস্পতিবার) ঈদুল আযহার পরদিন স্থানীয় সরিষাবাড়ী আর.ডি.এম পাইলট স্কুল প্রাঙ্গনে ৪টি গরু কোরবানি করে সুবিধাবঞ্চিত মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও বিত্তহীন অসহায় মানুষের মধ্যে তা বিতরণ করা হয়েছে।
জনপ্রতি প্রায় ২ কেজি করে মাংস ৩০০ জন পরিবারের মাঝে দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মাংস পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ঈদের মতো আনন্দের দিনে ছেলে মেয়েদের হাতে তুলে দিতে পারিনি এক টুকরো মাংস। আল খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহৃদ সমাবেশ আমাদের মতো পরিবারকে কোরবানির আনন্দ উপভোগ করার সুযোগ করে দিয়েছে। আল্লাহ এদের বাঁচিয়ে রাখুক।
গোশত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মাহবুবুর রহমান, সুহৃদ সমাবেশের উপদেষ্টা মোঃ গোলাম মোস্তফা জিন্নাহ, সমকালের প্রতিনিধি ও সুহৃদ সমাবেশের উপদেষ্টা মোঃ সোলায়মান হোসেন হরেক, সুহৃদ সমাবেশের সভাপতি মোঃ ওমর কাজী এবং সাধারণ সম্পাদক মোঃ বাদশা ভূঁইয়া।
আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইব্রাহিম হোসাইন লেবু,  সুহৃদ সমাবেশের সহ-সভাপতি মোঃ কামরুল ইসলাম বিপুল, মোঃ ইয়াছিন আলম শিপন, মোঃ শাহাদত হোসেন রিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম নবীন, আরিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রুকন মাহমুদ, অর্থ সম্পাদক শাহিন মিয়া খোকন, সহ-অর্থ সম্পাদক ইউসুফ আলী দুখু, সহ-দপ্তর সম্পাদক রনি মিয়া, নারী বিষয়ক সম্পাদক লাকী আক্তার, সহ-নারী বিষয়ক সম্পাদক নুসরাত জাহান নিশি আক্তার, নির্বাহী সদস্য মমিনুল ইসলাম কেসমত সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতি ওমর কাজী বলেন আমরা কঠিন সময় পার করছি। এ অবস্থায় আল খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহৃদ সমাবেশ মানবিক দায়িত্ব নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা প্রতি বছরই ঈদুল ফিতর ও ঈদুল আযহাসহ প্রাকৃতিক দুর্যোগের সময় অসহায় মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ।
মোঃ রবিউল ইসলাম
সাংগঠনিক সম্পাদক,
সমকাল সুহৃদ সমাবেশ, সরিষাবাড়ী
মোবাঃ 01742 706807


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌