জামালপুরের সরিষাবাড়ীতে ‘আল-নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এর আয়োজনে স্বল্পমূল্যে মরণব্যাধি হেপাটাইটিস-বি বা জন্ডিস রোগের পরিক্ষা ও ভ্যাকসিন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
১১(নভেম্বর) শুক্রবার সকাল ১০টায় সরিষাবাড়ী আর.ডি.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
দিনব্যাপী এই মানব সেবামূলক কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির মৎস ও প্রাণী বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।
এতে অন্যান্যদের মধ্যে ‘আল-নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন ঢাকা,বাংলাদেশ’ এর চেয়ারম্যান আব্দুল কাদের সিদ্দিকী,পরিচালক রুকন মাহমুদ,সরিষাবাড়ী আর.ডি.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোঃ রজব আলী,সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি গুলজার হোসেন,চিকিৎসক সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, হেপাটাইটিস-বি বা জন্ডিস রোগের পরিক্ষা ও ভ্যাকসিন কার্যক্রমে মাত্র ১০০ টাকায় হেপাটাইটিস-বি বা HBs Ag টেস্ট করা হয় এবং ভ্যাকসিন চার্জ হিসেবে ১২ বছরের নিচে প্রতি ডোজ ৩০০টাকায় ও ১২বছরের উপরে প্রতি ডোজ মাত্র ৩৫০টাকা নেয়া হয়।