নিউজ ডেস্ক:
নারী বিচারপতি এবং পুরুষ বিচারপতিদের স্ত্রী’দের নিয়ে আ’পত্তিকর মন্তব্য করায় গ্রে’প্তার হয়েছেন ভা” রতের সাবেক বিচারপতি সি এস করনান। বুধবার (২ ডিসেম্বর) চেন্নাই পু’লিশ তাকে গ্রে’প্তার করে বলে জানিয়েছে ভা” রতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে জানানো হয়েছে, সাবেক ওই বিচারপতি শুধু মন্তব্যই করেননি, ওই বক্তব্য তিনি ইউটিউবে আপলোডও করেছেন।
চেন্নাইয়ের আভাদিতে নিজ বাড়ি থেকে সাবেক ওই বিচারপতিকে গ্রে’প্তার করা হয়। তাকে ভেপেরির কমিশনার কার্যালয়ে রাখা হয়েছে। পু’লিশ তার বি’রুদ্ধে আইপিসির ৫০৯ ধারায় (কোনো নারীকে অ’পমান, আ’পত্তিকর শব্দচয়ন) ও ১৫৩ ধারায় (দাঙ্গা লাগাতে অযাচিত কোনো উসকানি দেওয়া) মা’মলা করেছে।
২০১৭ সালে কলকাতা হাই’কোর্টে থাকার সময় আ’দালত অবমাননার দায়ে করনানের ছয় মাসের কারাদ’ণ্ড হয়েছিল। হাই’কোর্টে দায়িত্বে থাকাকালে কোনো বিচারপতির কারাগারে যাওয়ার ঘটনা ভা” রতবর্ষের ইতিহাসে এটিই প্রথম ছিল।