নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজে’লায় পূর্ব শত্রুতার জের ধরে এক সাংবাদিকের উপর স’ন্ত্রাসী হা’মলা চালিয়েছে স’ন্ত্রাসীরা। শনিবার (২৮ নভেম্বর) উপজে’লার চেঙ্গাকান্দি বাজারে এ ঘটনা ঘটে। আ’হত সাংবাদিককে উ’দ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতা’লে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক মো. শাহ’জালাল দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি। এ ঘটনার পর প্রধান আ’সামি সিরাজুল ইস’লাম মোল্লাকে গ্রে’প্তার করেছে পু’লিশ।
এ ঘটনায় আ’হত সাংবাদিকের বাবা হাজী আলম চাঁন বাদী হয়ে সোনারগাঁ থা’নায় অ’ভিযোগ দায়ের করেছেন। বাকি আ’সামিরা পলাতক রয়েছে।
মা’মলা অ’ভিযোগ সূত্রে জানা যায়, উপজে’লার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের বাসিন্দা ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মো. শাহ’জালালের সাথে একই এলাকার সিরাজুল ইস’লাম মোল্লার দীর্ঘদিন ধরে শত্রুতা চলছে। এর জের ধরে চেঙ্গাকান্দি বাজারে তাদের ব্যবসা’ প্রতিষ্ঠানে সিরাজুল ইস’লামের নেতৃত্বে মজু মোল্লা, মো. সোহাগ, মো. সামাদ, মো. মোবারক হোসেন, রাফি ও নাদিমসহ ১০-১২ জনের একটি দল দেশীয় অ’স্ত্র দা, রাম’দা, রড, কুড়াল নিয়ে হা’মলা করে।
এ সময় সাংবাদিক শাহাজালালকে একা পেয়ে স’ন্ত্রাসীরা কু-পিয়ে ও পি’টিয়ে পা ভেঙে দেয়। আ’হত অবস্থায় উ’দ্ধার করে তাকে প্রথমে সোনারগাঁ উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসা’ পাতা’লে পাঠান।
সাংবাদিক শাহ’জালালের বাবা হাজী আলম চাঁন জানান, দীর্ঘদিন ধরে তাদের সাথে সিরাজুল ইস’লাম মোল্লার বিরোধ চলছে। এ বিরোধকে কেন্দ্র করে আমাদের চালের আড়তে হা’মলা করে। এ সময় শাহ’জালালকে একা পেয়ে স’ন্ত্রাসীরা কু-পিয়ে ও পি’টিয়ে ডান পা ভেঙে দেয় এবং ক্যাশ বাক্স থেকে নগদ ৪ লাখ লুট করে নিয়ে যায়।
সোনারগাঁ থা’নার ভা” রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) রফিকুল ইস’লাম বলেন, সাংবাদিকের উপর হা’মলার ঘটনায় প্রধান আ’সামিকে গ্রে’প্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রে’প্তারের চেষ্টা চলছে।