সাইফুল ইসলাম রামগড় সংবাদদাতাঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় পৌরসভার ফেনীর কুল গ্রামের বাসিন্দা এবং খাগড়াছড়ি থেকে প্রকাশিত বহুল আলোচিত জনপ্রিয় পত্রিকা সাপ্তাহিক আলোকিত পাহাড় এর রামগড় প্রতিনিধি মোহাম্মদ শাহেদ হোসেন(রানা)র নানা মোঃ ওবাইদুল হক, প্রকাশ কালা মিয়া (৮৫)২৩ জুলাই শুক্রবার রাত ২.৩৮ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন,(ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি”র রাজিউন)
পারিবারিক সুত্রে জানা গেছে মরহুম ওবাইদুল হক রামগড় পৌরসভার ৮নং ওয়ার্ডের ফেনীর কুল গ্রামের একজন স্থায়ী বাসিন্দা । বার্ধক্যজনিত রোগ (স্বাভাবিক অবস্থায়) তার মৃত্যু হয়।মৃত্যুকালে স্ত্রী ও চার ছেলে চার মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে একটি শোক বার্তাতে মরহুমের আত্বার মাগফেরাত কামনায় রামগড় উপজেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিক গনের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করা হয়েছে , মহান আল্লাহ পাক যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন আমিন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সেচ্ছাসেবী সংগঠন আলোর পথে,ও পাহাড়িয়া সোসাইটির সকল সদস্যবৃন্দ।