ওহিদুল ইসলাম, শরীয়তপুর সদর উপজেলা প্রতিনিধি।
এপেক্স বাংলাদেশের ২০২১ সালের জাতীয় বোর্ড এর পক্ষ থেকে আজ ৩০ এপ্রিল ২০২১ শুক্রবার বিকাল ৪ টায় এপেক্স বাংলাদেশের লাইভ গভর্নর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক আইনমন্ত্রী এপে. আব্দুল মতিন খসরুর স্মরণে দোয়া ও জাতীয় ইফতার মাহফিল মতিঝিলস্থ স্টার বাকস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। একই সাথে জুম আইডি তে অনুষ্ঠিত হউ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. ভুবন ভারতী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সহ-সভাপতি এপে. রহুল মঈন চৌধুরী। এছাড়া ও এল জি এন্ড পিএনপি এপে. টি কে বাড়ৈ তরুন, এন এস ভি এপে. ইজাজ মাহমুদ রনি, এন ই ডি এপে. মো : আনোয়ার হোসেন, জেলা গভর্নর -১ এপে. এ্যাড. আব্দুর রহিম রনি, পি এন ওয়াই সিডি এপে. এম সায়েম টিপু, পি এন আই আর ডি ও সি সিএ সি এপে. শরীফ উদ্দিন ভুইয়া, পি ডি জি -১ এপে কামরুজ্জামান হেলাল, পিডিজি-2 এপে. আদিল হায়দার সেলিম, জাতীয় সচিব এপে.মোঃ রফিকুল ইসলাম, জাতীয় নির্বাহী সচিব এপে. মোঃ রফিকুল ইসলাম সোহাগ, ন্যাশনাল অফিশিয়াল এপে.আনোয়ার হোসেন বাবু, জেলা সচিব-১ এপে. আব্দুল্লাহ আল মামুন জেলা সচিব -২ এপে. আরিফুর রহমান রাজু, এপেক্স ক্লাব অব ঢাকার সভাপতি এপে. আবুল কালাম আজাদ এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউন এর আইপিপি নাফিস খান এপেক্স ক্লাব অব গুলশান এর আইপিপি এপে. মাহবুবুর রহমান, এপেক্স ক্লাব অব ঢাকা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামাল হোসেন, এপেক্স ক্লাব অব মতিঝিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে আবদুল মান্নান মিলন,এপেক্স ক্লাব অব পল্লবীর জুনিয়ার ভাইস প্রেসিডেন্ট জীবন কুমার সরকার, এপেক্স ক্লাব অব বিক্রমপুর এর সেক্রেটারি হোসেন শেখ, এপে.ইব্রাহিম খলিল এপে. নওশেদ নাহিদ, এপে. ইসমাইল সহ বিভিন্ন ক্লাব থেকে আগত প্রায় ৬০ জন এপক্সিয়ান উপস্থিত ছিলেন।
জুম আইডির মাধ্যমে এনআইডি এপে. নুরুল আমিন চৌধুরি আরমান, এন এ ডি এপে. এ্যাড মাসুদুর রহমান, জেলা গভর্নর -৩ এপে. ইসমাইল উদ্দিন মোঃ শওকত আলী, জেলা গভর্নর -৫ এপে. আদনান হোসেন অনি,জেলা গভর্নর -৬ এপে. এ্যাড. মোঃ নজরুল ইসলাম, জাতীয় কোষাধক্ষ্য এপে. জেমাম আহমেদ, পি এন ওয়াই সি ডি এপে. আব্দুল মতিন সিকদার, লাইভ মেম্বার এপে. মোস্তাক আহমেদ সহ দেশের বিভিন্ন ক্লাবের প্রায় ৪০জন এপেক্সিয়ান উপস্থিত ছিলেন।