সিলেট প্রতিনিধিঃএইচ.এম.কাওছার আহমদ
কঠোর লকডাউন এর ২য় দিনে এসএমপি’র বিভিন্ন যানবাহনে মামলা ৯৪টি ১১৬টি আটক এবং মোবাইল কোর্টে ১০,০০০/- টাকা জরিমানাঃ
কঠোর লকডাউনের ২য় দিনে এসএমপি পুলিশ কর্তৃক বিভিন্ন চেকপোষ্টে এবং ডিউটিস্থলে লকডাউন বিধি নিষেধ অমান্য করায় বিভিন্ন যানবাহনকে মামলা দেয়া এবং আটক করা হয়।
তন্মধ্যে সিএনজি ১০টি, মোটরসাইকেল ৬৭টি, প্রাইভেটকার ১১টি, অন্যান্য যানবাহন ০৬টি সহ সর্বমোট ৯৪টি যানবাহনে মামলা দেয়া হয় এবং সিএনজি ১৩টি, মোটরসাইকেল ৫২টি, প্রাইভেটকার ০৯টি ও অন্যান্য যানবাহন ৪২টি সহ সর্বমোট ১১৬ টি যানবাহন আটক করা হয়।
এছাড়াও নগরীর দক্ষিণ সুরমা থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পুলিশি ডিউটিতে মোবাইল কোর্টের মাধ্যমে ১০,০০০/- নগদ অর্থদন্ড জরিমানা প্রদান করা হয়।