নাম প্রকাশে অনিচ্ছুক একজন গ্রাহক জানান,ওসিলেটিরা যখন লন্ডনের স্বনাম ধন্য ৭ জন্য ব্যবসায়ী ওই কোম্পানীর পরিচালকদের মামলা দিয়ে হেনস্তা করা হচ্ছে, তাহলে আমাদের ছোট ছোট ইনভেস্টারের অবস্থা কি হবে। সিলেট জুড়ে হোমল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানীর ব্যাপক কার্যক্রম থাকলে ওই ঘটনার পর বড় ধরে ধাক্কা লেগেছে মাঠ পর্যায়ে কর্মী ও গ্রাহকদের মাঝে। সাধারণ বীমা গ্রাহকরা মুখ ফিরে নিচ্ছে বীমা খাত থেকে। শুধু হোমল্যান্ড ইন্স্যুরেন্স নয়, অন্যান্য কোম্পানী গুলোর উপর এ প্রভাব পড়েছে।
এ এদিকে সিলেটে বীমা কর্মীরা জানান, হোমল্যান্ড ইন্স্যুরেন্স বিষয়টি যদি সমাধাণ না করা হয়, তাহলে আমরা মাঠ পর্যায়ে কাজ করা খুবই কষ্ট সাধ্য ও বির্তকের সৃষ্টি হবে বীমা নিয়ে। তাছাড়া সিলেটে বীমা প্রেমিক গ্রাহকরা আগ্রহ হারাবে এবং মুখ ফিরিয়ে নিবে বীমা খাত থেকে।
এ ঘটনার পর প্রবাসী অনেক বিনিয়োগকারীরা বীমা খাত ও সিলেট ব্যবসা বাণিজ্য থেকে ধীরে ধীরে সব টাকা উত্তোলন করে নিচ্ছেন বলে জানা গেছে।