সিলেট প্রতিনিধিঃএইচ.এম.কাওছার আহমদ
অদ্য ১১/০১/২০২১খ্রিঃ রাত অনুমান ০১:৪০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জনাব মোঃ আমিনুল ইসলাম নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/ শামীম উদ্দিন এসআই(নিঃ)/ সৌমেন দাস, এএসআই(নিঃ)/২০৬ আমির হোসেন আমু, এএসআই(নিঃ)/ প্রদীপ দাস, কনস্টেবল/২৬২ আলম হোসেন, কনস্টেবল/১৪০৫ আল মামুন, কনস্টেবল/৮২৪ আবু সুফিয়ান, কনস্টেবল/৭৩৫ জীবন মিয়া-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্ত্বরস্থ সেবা ড্রাইভিং স্কুলের সামনে পাকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে ১। মোঃ শাকিল মিয়া @ মোঃ শাকিল আহমদ @ মোঃ সৌখিন আহমদ (৩২), পিতা- মোঃ রফিক মিয়া, মাতা- ফুলকি বেগম, বাসা নং-স্বর্ণশিখা-১৩৭, পূর্বেরবাড়ী, কদমতলী, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট এনআইডি ১৯৮৮৯১৯৬২২৬৩৯২৯১৭ নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে ৫১ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত আসামীর পরিবহনকৃত একটি সাদা রংয়ের অনটেস্ট Mahindra BOLERO PIKUP FB পেয়ে জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামী পেশাগত মাদক ব্যবসায়ি এবং সে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে তার পরিবহনকৃত Mahindra BOLERO PIKUP FB দিয়ে বিশেষ কৌশলে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে।
উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।