সিলেট প্রতিনিধিঃএইচ.এম.কাওছার আহমদ
অদ্য ২১/০১/২০২১খ্রিঃ বিকাল অনুমান ০৪:৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জনাব মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) সৌমেন দাস, এসআই(নিঃ) শামীম উদ্দিন, এএসআই(নিঃ) ইমদাদুল হক, এএসআই(নিঃ)/২০৬ আমির হোসেন আমু, কনস্টেবল/১৪০৫ আল মামুন, কনস্টেবল/৯০৩ নাজমুল হোসেন, কনস্টেবল/২৬২ আলম হোসেন, কনস্টেবল/১১৯৬ সোহেল রানা-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন বারুতখানাস্থ তেমুখী লালবাজার রাস্তার মুখে কাজল মৎস ব্যান্ডপার্টি দোকানের বিপরীত পাশে অভিযান পরিচালনা করে ১। মোঃ রনি (২৬), পিতা- মৃত মজুমদার আলী, মাতা- পারুল বেগম, সাং- ডুঙ্গরিয়া, থানা- দক্ষিণ সুনামগঞ্জ, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- আব্দুর ছোবানের রিক্সা গ্যারেজ, গ্যাস কলোনী, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ রোডের ভিতরে, বালুচর, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে ২৩ (তেইশ) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামী পেশাগত মাদক ব্যবসায়ি। সিলেট শহরের কাষ্টঘর এলাকা হতে উক্ত ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রয়ের উদ্দেশ্যে নিয়া আসে এবং ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে। অতঃপর উক্ত ইয়াবা ট্যাবলেটগুলো সিলেট শহরের মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে।
উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।