• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
লালমোহনে জমি বিরোধে বৃদ্ধা মা ও ছেলেকে হত্যা চেষ্টা! ৩৮কেজি গাঁজা সহ ০১মাদক কারবারী আটক করেছে র‍্যাব-১৪ ফরিদগঞ্জে মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিল ২ বন্ধুর প্রাণ স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে নিয়ে দলিত পিছিয়েপড়া জনগোষ্ঠীর মতবিনিময় সভা- কোন মায়ায় তুমি বেঁধেছো প্রেমিকেরে? মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেপ্তারের দাবীতে পাবনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের মানব বন্ধন অনুষ্ঠিত লৌহজংয়ে চার প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা   লৌহজংয়ে ভূমিহীন-গৃহহীন ৪৫ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর মাধবপুরে পবিত্র রমজান উপলক্ষে অসহায়দের মাঝে ইফতার”খাদ্য সামগ্রী বিতরণ লৌহজংয়ে দশ ট্রাক চায়না দুয়ারি আটক

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২২০ (দুইশত বিশ) পিস ইয়বা ট্যাবলেটসহ ০৩ (তিন) মাদক ব্যবসায়ি গ্রেফতার

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ১২৪ জন পড়েছে
প্রকাশিত সময়: রবিবার, ৯ মে, ২০২১

সিলেট প্রতিনিধিঃ

 অদ্য ০৮/০৫/২০২১খ্রিঃ রাত অনুমান ১১:৫০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জনাব মো. আনোয়ারুল হোসাইন ও পুলিশ পরিদর্শক জনাব দেবাশীষ সরকার ও পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃ শাহিন মিয়া এর নেতৃত্বে এসআই(নিঃ)/ মো. মাহাবুর আলম মন্ডল, এসআই(নিঃ) শাহিদুল আলম, এএসআই(নিঃ)/৬৯৬ ভূলন চন্দ্র দেব, এএসআই(নিঃ)/১৩৬ দুলাল হোসাইন, কনস্টেবল/৯৫৫ আব্দুল কাদির, কনস্টেবল/১০৮৩ মাসুদুর রহমান, কনস্টেবল/১৮৬৮ ইকবাল হোসেন, কনস্টেবল/১৫৭২ জালাল উদ্দিন, কনস্টেবল/৫৫৮ দীপু সিংহ-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন সোবহানীঘাটস্থ সিলেট মা ও শিশু হাসপাতালের সম্মুখস্থ পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোস্তাক আহমদ দুলাল (৪৩), পিতা- মৃত তজবীর আলী, সাং- উত্তর জাহানপুর, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট, ২। মোঃ আব্দুল আলিম মুক্তা (৫২), পিতা- মৃত হাকিম আব্দুস সামাদ, সাং- উত্তরন-৬২, বারুতখানা, থানা- কোতয়ালী, জেলা- সিলেট নামীয় দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীদ্বয়ের হেফাজাত হতে ১৭০ (একশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। অতঃপর আসামীদ্বয়ের তথ্যের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন লালদিঘিরপাড় লীনা বোডিং এর তৃতীয় তলার ৭নং কক্ষে অভিযান পরিচালনা করে ৩। মোঃ মুরাদ আহমদ (৩৮), পিতা- মৃত নান্নু মিয়া, সাং- ছড়ারপাড় সুগন্ধা ৬০/৩, থানা- কোতয়ালী, জেলা- সিলেট নামীয় অপর এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামীগণ পেশাদার সঙ্গবদ্ধ মাদক ব্যবসায়ী এবং তারা সিলেট জেলার জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা হতে পাইকারী দরে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে ঘটনাস্থল এলাকা সহ সিলেট শহরের বিভিন্ন স্থানে মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় যে, আসামী আব্দুল আলিম মুক্তা (৫২) এর বিরুদ্ধে ১। এসএমপি এর কোতয়ালী মডেল থানার এফ আই আর নং-৪৩/৪৪৬, তারিখ- ২৭ অক্টে, ২০২০; জি আর নং-৪৪৬/২০২০, তারিখ- ২৭ অক্টে, ২০২০; ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ২। এসএমপি এর কোতয়ালী মডেল থানার এফ আই আর নং-১৪/১৭৮, তারিখ- ১৫ এপ্রিল, ২০২০; ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ৩। এসএমপি এর কোতয়ালী মডেল থানার এফ আই আর নং-২৪/১৪৩, তারিখ- ১৩ এপ্রিল, ২০১৯; ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৪। সিলেট এর গোয়াইনঘাট থানার এফ আই আর নং-১৭/১৩৭, তারিখ- ০৯ জুন, ২০১৭; জি আর নং-১৩৭, তারিখ- ০৯ জুন, ২০১৭; ধারা- ১৯(১) এর ৩(খ)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; ৫। এসএমপি এর কোতয়ালী মডেল থানার এফ আই আর নং-২৪, তারিখ- ১৭ অক্টে, ২০১৫; ধারা- ১৯(১) এর ৩(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন সহ সর্বমোট ০৫টি মামলা রয়েছে এবং

আসামী মোঃ মুরাদ আহমদ (৩৮) এর বিরুদ্ধে ১। এসএমপি এর কোতয়ালী মডেল থানার এফ আই আর নং-২৯/৫৯, তারিখ- ২১ ফেব্রæ, ২০১৭; ধারা- ১৪৩/৩৭৯/৩২৩/৫০৬(২)/৫০৬ পেনাল কোড-১৮৬০; ২। এসএমপি এর কোতয়ালী মডেল থানার এফ আই আর নং-১২/৫৯০, তারিখ- ০৭ ডিসে, ২০১৮; ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; ৩। এসএমপি এর কোতয়ালী মডেল থানার এফ আই আর নং-৪৬/৩৬১, তারিখ- ২৬ সেপ্টে, ২০১৭; ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংশোধনী ২০০৯; সহ সর্বমোট ০৩টি মামলা রয়েছে।

 

উক্ত আসামীগণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌