সিলেট প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেনে সাবেক বিরোধীদলীয় হুইপ ও সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সেলিম উদ্দিন।
আজ বুধবার (৫ মে) রাত পৌনে ১০টার দিকে সিলেট মাউন্ড এডোরা হসপিটালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)।
এক শোক বার্তায় সাবেক হুইপ সেলিম উদ্দিন বলেন, দিলদার হোসেন সেলিম ছিলেন একজন প্রবীণ রাজনীতিবীদ ও বিজ্ঞ সংসদ সদস্য। তার মৃত্যুতে সিলেটের রাজনীতিতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা অপূরনীয়। তিনি মরহুমের রোহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।