মোঃমারুফ হাওলাদার
বাগেরহাট প্রতিনিধিঃ
সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে অনুপ্রবেশের দায়ে ২ টি মাছ ধরার নৌকা প্রস্তুতি নিয়ে যাওয়ার সময় আটক করা হয়।বুধবার (৩০ জুন) রাত ১১টার সময় সুন্দরবন সংলগ্ন পশুর নদীর জোংড়া অফিসের সীমানার খালের এলাকা থেকে নৌকা দুইটি উদ্ধার করা হয়। উদ্ধার কৃত দুইটি নৌকা থেকে ছয় ককসেট বরফ ও দুইটি মাছ ধরার জাহিঝাল পাওয়া যায়। উদ্ধারকৃত মালামাল চাঁদপাই রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।
চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন,চাঁদপাই রেঞ্জ কর্মকর্তার নির্দেশে আমি ও আমার ফোর্সসহ রাতে টহল করে দুইটি নৌকা আটক করি আটক কৃত নৌকার কোন মানুষকে আটক করা সম্ভব হয়নি। তারা আমাদের টের পেয়ে নৌকা রেখে পালিয়ে যায় রেঞ্জ কর্মকর্তার উপস্থিতে নৌকাগুলো ভেঙে ফেলা হয়।
চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা(এসিএফ)এনামুল হক বলেন, বর্তমানে সুন্দরবনে অনুপ্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে তিনমাস। নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশের দায়ে নৌকা দুইটি আটক করা হয়েছে। আটক কৃত দুইটিতে কোন লোক পাওয়া যায়নি। বনবিভাগের টহলের টের পেয়ে দ্রুত পালিয়ে যায়,সুন্দরবন সংরক্ষণে আমাদের এই টহল সব সময় অব্যাহত থাকবে।