মোঃ মারুফ হাওলাদার,
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বড়ইতলা টহল ফাঁড়ির উজানির ভাড়ানির খাল থেকে বিষ দিয়ে মাছ শিকারের সময় আটক-১
(রবিবার ১১ জুলাই) সকাল ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আসামী সলেমান ব্যাপারী (৪৫) ৫নং সুন্দরবন ইউনিয়নের ১নং ওয়ার্ডের আগলাদিয়া বাসিন্দাকে আটক করে বনবিভাগ।
জিউধারা স্টেশন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বলেন” গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করেন। বরইতলা টহল ফাঁড়ির ওসি হান্নান বলেন” অভিযান পরিচালনা করে আসামীকে আটক করেছি আসামীর সহযোগী আরও ছিলো তাদের আটক করা সম্ভব হয়নি তাদের নামে মামলা দায়ের করা হয়েছে,
আমাদের অভিযানের টের পেয়ে গহীন বনে পালিয়ে যায়, আসামীর কাছ থেকে বিষের বোতল বিষ দেওয়া পাঁচ কেজি মাছ ও সাদা মাছ ধরার রোটেনন নামের বিষের প্যাকেট আটক করা হয়। আটক কৃত বিষ দিয়ে মাছ শিকারীকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জিউধরা স্টেশনের নিয়ে আসা হয় পরে বন আইনে মামলা দায়েরের জন্য বাগেরহাট জেলহাজতে হস্তান্তর করা হয়।
চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান আরও বন বিভাগ প্রতিনিধি মিজানুর রহমান বলেন” সুন্দরবন ও সুন্দরবনের বন্যপ্রাণী মৎস্যসম্পদ রক্ষায় তাদের এই সকল অভিযান অব্যাহত আছে ও ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই অভিযানে বন বিভাগের সহযোগী হিসেবে ছিলেন ভিটিআরটি সিপিজি টাইগার টিম তাদেরকে বন বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ যানান