মোঃ মারুফ হাওলাদার, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারিয়া খালের এলাকা থেকে বিপুল পরিমাণ মাছ ও একটা নৌকা আটক করে বন বিভাগ।
বুধবার (৪ আগষ্ট) রাত ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ অভিযান চালায়। অভিযানে কোন আসামীকে আটক করা সম্ভব হয়নি। বন বিভাগ জানায় তাদের অভিযানের টের পেয়ে নৌকা ও মাছ রেখে জঙ্গলে পালিয়ে যায় আসামী।পরবর্তীতে নৌকা তল্লাশি করে আনুমানিক ৮ মন চাকা চিংড়ি ও দুইটি ককসেট ২০ গছ পলিথিন ৫ টি প্লাস্টিকের বস্তা জব্দ করেন।
বন বিভাগ আরও জানান নৌকাটির গঠন ও বর্ণনায় দেখা যায় কয়রা অথবা সুতারখালি এলাকার নৌকা। এ বিষয় বন বিভাগ প্রতিনিধি মোঃ মিজানুর রহমান জানান” সুন্দরবন ও সুন্দরবনের কোনো অপরাধের সাথে জড়িত থাকুক তাদের বিরুদ্ধে বন বিভাগ যুদ্ধ ঘোষনা করেছে। যারা এই অপরাধের সাথে জড়িত বন বিভাগ তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে। চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা এনামুল হক বলেন” তিনমাস পাস পারমিট বন্ধ রয়েছে। নিষিদ্ধের সময় কেউ সুন্দরবনে প্রবেশ করলে বন বিভাগ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।
সুন্দরবনের বন্যপ্রাণী মৎস্য সম্পদ রক্ষায় বন বিভাগের অভিযান সব সময় অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। চাঁদপাই স্টেশন কর্ম কর্তা ওবায়দুর রহমান বলেন” মাছগুলো কেরাসিন তেল দিয়ে মিশিয়ে মাটি চাপা দেওয়া হয় এবং নৌকা টিকে ভেঙ্গে ফেলা হয়।