ফেনী জেলা প্রতিনিধিঃ জাহিদ হাসান চৌধুরী
৩১শে মে থেকে ৯ই জুলাই শুক্রবার পর্যন্ত ৪০দিন জামাতের সহিত নামাজ পড়ায় ৫টি বাইসাইকেল সহ অন্যান্য পুরস্কার পেলেন স্থানীয় ১৬ কিশোর-বৃদ্ধ নিয়মিত মুসল্লী।
সাবেক খতিব ও মুতাওয়াল্লি মাওলানা আবু তৈয়বের সভাপতিত্বে ও উদ্যোগের পরিচালক তারেক সিদ্দিকীর সঞ্চালনায় হাবিবিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত ৪০ দিন ব্যাপী “তাকবিরে উলার” সাথে নামায সম্পাদনকারীদের মাঝে সাইকেল, সুন্নতি পোশাক ও ছাতা বিতরণ।
গতকাল জুমার নামায শেষে পূর্বের ঘোষণা অনুযায়ী বিজয়ীদের মাঝে সাইকেল বিতরণ করেন হাবিবিয়া জামে মসজিদ কর্তৃপক্ষ।
এসময় আরো উপস্থিত ছিলেন হাবিবিয়া মাদরাসার সদরে মুহতামীম মুহাদ্দিস মাও. শিহাব উদ্দীন, মসজিদের ভারপ্রাপ্ত মুতাওয়াল্লি মাও. আবদুল্ল্যাহ, মসজিদের বর্তমান ইমাম ও খতীব মাও. হামিদুল ইসলাম হারুন, মসিজের সেক্রেটারি আবু সুফিয়ান, হাবিবিয়া মাদরাসার শিক্ষা পরিচালক মুফতী মাও. আবদুল হালীম, বিশিষ্ট সমাজ সেবক মাও. ডা. ইয়াকুব মিজান, জনাব জাকির হোসাইন, বেলায়েত হোসেন, আবুল হাসেম সহ এলাকার তরুণ-যুবক গণ্যমান্য ব্যক্তিবর্গ।