প্রজিত সুহাস চন্দ, নোয়াখালী প্রতিনিধি
ফেনী জেলা ও সোনাগাজী উপজেলার ছাত্রলীগের নির্দেশনায় উপজেলার ৯টি ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ১লা নভেম্বর চরমজলিশপুর ইউনিয়নের থেকে শুরু করে ২৮শে নভেম্বর মঙ্গলকান্দি ইউনিয়ন ছাত্রলীগের জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে শেষ করে । ৩০শে নভেম্বর পৌর ছাত্রলীগের সম্মেলনের মধ্য দিয়ে উপজেলার সকল ওয়ার্ডের পর ইউনিয়ন পর্যায়ের সম্মেলনের সমাপ্তি ঘটেছে।
সোনাগাজী উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট পৌর ছাত্রলীগের সম্মেলনকে উপলক্ষ করে পৌর শহরকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। প্রধান সড়কের দু’ধার, মানিক মিয়া প্লাজা, রাকিব প্লাজা, হাজী রহিম উল্যাহ কমপ্লেক্স, আল আমিন সুপার মার্কেট, হাজী আমিন টাওয়ার, চাকলাদার মার্কেট সহ সম্মেলনের আশপাশের এলাকা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। পাশাপাশি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের নৌকা প্রতিকের আলোকসজ্জা চোখে পড়ার মত।
সোনাগাজী পৌর ছাত্রলীগের সম্মেলনে পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তৎকালীন সভাপতি শেখ ফারুক হোসেনকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেয় সংগঠন। এরপর থেকে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের নেতৃত্ব সকল কর্মকান্ড পরিচালনা করা হয়।
তৃনমূল নেতাকর্মীদের প্রত্যাশা সম্মেলনের মাধ্যমে পৌর ছাত্রলীগের যে ঘাটতি ছিলো তা পূরণ হবে। এবং সম্মেলনকে কেন্দ্র করে পৌর আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে এক উচ্ছাস কাজ করছে।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন জানান, সোনাগাজী উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট পৌর ছাত্রলীগ। সম্মেলনকে সফল করার লক্ষে ইতিমধ্যে ১৪সদস্যের আহবায়ক কমিটির ঘোষনা করা হয়েছে। তারা সবার সহযোগিতায় সম্মেলনের সৌন্দর্য, শৃংখলা সহ সকল বিষয়ে খুব ভালো ভাবেই দেখবাল করছে। আশাকরি ৩০শে নভেম্বরের সম্মেলনটি সকল ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনের চেয়েও সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণ হবে।