নাজমুল হক নওগাঁ
বই পড়ার অভ্যাস করি, মাদক মুক্তি সমাজ গড়ি এই স্লোগান কে সামনে রেখে নওগাঁয় পাঠক মিলন মেলা উৎসব ২০২১ অনুষ্ঠান আয়োজন করেন স্বপ্ন সারথি পাবলিক লাইব্রেরি। আজ বিকাল ৪ টায় নওগাঁ শহরের স্থানীয় হোটেল ফুঠ প্যালেস অনুষ্ঠান অনুষ্টিত হয়।
এই সময় উদ্বোধক হিসাবে ছিলেন সংগঠনের সভাপতি এ্যাড এ কে এম ফজলে মাহমুদ চাঁদ।
প্রধান অতিথি ছিলেন সাহ্যতিক ব্যাক্ত মো হাসমত আলী। প্রধান আলোচ্যক হিসাবে ছিলেন এস এম আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক জেলা সাংবাদিক ইউনিয়নের, নওগাঁ।
আরো উপস্থিত ছিলেন,সহ-সভাপতি ইয়া কাহারুল ইসলান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হাসিব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোব্বাশিরা।প্রচার সম্পাদক রাহহান হোসেন সাহ্যতিক সম্পাদক মেহরাপ হোসেন,নারী সম্পাদক রুনা বেগম,সদস্য রুপ ধর,আমান খন্দকার, মিথিলা, মুন,কলি,রাহুল, মিলন,আরিফ সহ আরো সদস্য বৃন্দু উপস্থিত ছিলেন।