রোকন বিশ্বাস-ষ্টাফ রিপোর্টার,পাবনাঃ
পাবনা জেলার ফরিদপুর উপজেলার পুঙ্গলী ইউনিয়নের,,,, পুঙ্গলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃশাহ-আলম(বি,এস,সি) সভাপতির স্বাক্ষর ছাড়া সোনালী ব্যাংক থেকে বেতন উত্তোলন কিভাবে করলেন এই মর্মে লিখিত অভিযোগ করেন উপজেলা নির্বাহী অফিসারের নিকট শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি জনাব মোঃ আমিনুর রহমান সরকার(বর্তমান,ইউ,পি-চেয়ারম্যান)।।
প্রধান শিক্ষক মোঃশাহ-আলম দৈনিক আমাদের সংগ্রাম পত্রিকার ষ্টাফ রিপোর্টার রোকন বিশ্বাসকে জানিয়েছেন, আমার সাথে তার ব্যক্তিগত কোন প্রকার বিরোধ কন্দল নেই।আমার নামে যে অভিযোগ করা হয়েছে সকল কিছু নিজ স্বার্থে।১০ই সেপ্টেম্বর এর মধ্যে কমিটির মেয়াদ কাল শেষ সময়।এই শেষ সময়ের মধ্যে আমাদের প্রতিষ্ঠানের সভাপতি মোঃআমিনুর রহমান সরকার(বর্তমান, ইউ,পি চেয়ারম্যান) নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে টাকার বিনিময়ে জনবল নেওয়ার কথা জানতে পারি আমি তখনি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধ করি এই কারণেই আমার প্রতি অভিযোগ আনা হয়েছে।
উপজেলা জেলা নির্বাহী অফিসার জানিয়েছেন,সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হয়েছে,এই লিখিত অভিযোগ তদন্ত করে অভিযোগের সত্যতা নিশ্চিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমন প্রত্যাশায় প্রত্যাশিত করছেন তিনি।।