ওহিদুল ইসলাম, শরীয়তপুর সদর উপজেলা প্রতিনিধি।
শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়নে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী (৫০ বছর) উদযাপন উপলক্ষে প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অফ বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় গত ২৫শে মার্চ বৃহস্পতিবার চিকন্দী ইসলামিয়া আলিম মাদ্রাসা । ৩ ক্যাটাগরিতে মোট ১২০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিযোগিতা হয়।
রোজ রবিবার ২৮শে মার্চ বিকাল চার ঘটিকার সময় চিকন্দী ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে উক্ত প্রতিযোগিতার সনদপত্র, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও প্রতিক্ষণ এর সম্পর্কে অবহিত করেন বীর মুক্তিযোদ্ধা ও অতিথিবৃন্দরা। অনুষ্ঠানের শেষে মুজিববর্ষ উপলক্ষে একটি ফলজ গাছ রোপণ করা হয় মাদ্রাসা প্রাঙ্গণে।
উক্ত অনুষ্ঠানে প্রতিক্ষণ রিজার্ভেশন অফ বাংলাদেশ শরীয়তপুর শাখার সভাপতি এডভোকেট মাসুদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিআরবির কেন্দ্রীয় চেয়ারম্যান মো: আল সাজেদুল ইসলাম দুলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মো: দবির মাস্টার, সমাজ সেবক হিসেবে ছিলেন হারুন আর রসিদ, আরো উপস্থিত ছিলেন প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অফ বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক ইশিতা আফরিন কাকলি, সদস্য আশা আক্তার রিলন,সদস্য কাউসার আহমেদ, সদস্য মো: আনোয়ার সরদার, আতিকুর ইসলাম রুবেল, মিনা, সামিয়া, সায়মা আরো প্রমুখ।