ওহিদুল ইসলাম, শরীয়তপুর সদর উপজেলা প্রতিনিধি।
রোজ বৃহস্পতিবার ২৫শে মার্চ বিকাল ৪টার সময় চিকন্দী সিনিয়র আলিম মাদ্রাসায় মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখা রচনা প্রতিযোগিতা আয়োজন করেন।
প্রাইমারি ক্যাটাগরি (৩য় থেকে ৫ম শ্রেণি)
বিষয়বস্তু ছিলো “স্বাধীনতা দিবস” সম্পর্কে, মাধ্যমিক ক্যাটাগরি (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি)
বিষয়বস্তু ছিলো ” বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান” সম্পর্কে এবং উচ্চমাধ্যমিক ক্যাটাগরি (৯ম থেকে ১০ম শ্রেণি) বিষয়বস্তু ছিলো “স্বাধীনতার সুবর্ণজয়ন্তী” সম্পর্কে। এখানে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছিলো।
এসময় প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন আব বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি এ্যাড: মাসুদুর রহমান বলেন, এখানকার ছেলে-মেয়েরা খুবেই ভালো এদের একটু সাপর্ট দিলে অনেক ভালো কিছু করতে পারবে। তিনি আরো বলেন, আমারা রক্তদান করার ছারাও সেচ্ছাসেবক হিসেবে অনেক কাজ করে থাকি। প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন আব বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল মোতালেব সুমন বলেন, আমরা শুধু রক্তদান করি না! রক্তদান করা ছারাও সমাজের বিভিন্ন অসহায় মানুষকে বিভিন্নভাবে সাহয্য-সহযোগিতা করে থাকি।
এসময় উপস্থিত ছিলেন: এ্যাড. মাসুদুর রহমান প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন আব বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি, আবদুল মোতালেব সুমন প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন আব বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সাধারন সম্পাদক, মো: আইনুল হক চিকন্দী সিনিয়র আলিম সাদ্রাসার বিএসি শিক্ষক, হারান বাবু চিকন্দী সিনিয়র আলিম সাদ্রাসার সহকারী শিক্ষক, মো: রুবেল সিকদার বগাদী আইডিয়াল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক,
মো: আনোয়ান সরদার চিকন্দী আইডিয়াল কিন্ডারগার্টেনের ইংরেজি শিক্ষক, মোসা: আশা আক্তার রিলন চিকন্দী আইডিয়াল কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক, মোসা. মিনা আক্তার চিকন্দী আইডিয়াল কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক, এছারাও প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন আব বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সদস্যরা ছিলেন।