নিউজ ডেস্ক:
ময়মনসিংহের গৌরীপুর উপজে’লা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র হ” ত্যা মা’মলার অন্যতম আ’সামি সাকিব আহমেদ রেজাকে গ্রে’প্তার করেছে পু’লিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) সিলেট দক্ষিণ সুরমা থা’না এলাকায় অ’ভিযান চালিয়ে তাকে গ্রে’প্তার করা হয়। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রেজাকে আ’দালতের নির্দেশে জে’ল হাজতে পাঠিয়েছে পু’লিশ।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ জে’লা গোয়েন্দা শাখার ওসি শাহ কা’ মাল আকন্দ বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান শুভ্র হ” ত্যা মা’মলার অন্যতম আ’সামি সাকিব আহমেদ রেজা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হ” ত্যার সাথে জ’ড়িত থাকার কথা স্বীকার করেছেন।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর উপজে’লা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্রকে এলোপাতাড়ি কু-পিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতা’লে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ১৯ অক্টোবর ১৪ জনের নাম উল্লেখসহ মোট ২২ জনকে অ’জ্ঞাত আ’সামি করে হ” ত্যা মা’মলা করেন নি’হতের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত।
মা’মলার আ’সামিরা হলেন- উপজে’লা বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক রিয়াদুজ্জামান রিয়াদ, তার ছোট ভাই ছাত্রদল কর্মী কার্জন, স্থানীয় বাসিন্দা সাকিব আহমেদ রেজা, মোজাম্মেল, খাইরুল, রিফাত, হানিফ, জাহাঙ্গীর আলম, মজিবুর রহমান, সুমন, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভা” র মেয়র সৈয়দ রফিকুল ইস’লাম, জে’লা যুবদল নেতা সৈয়দ তৌফিকুল ইস’লাম, সৈয়দ মাজাহারুল ইস’লাম জুয়েল ও রাসেল মিয়া।
মা’মলার এজাহারে উল্লেখ করা হয়, পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইস’লামের পরিকল্পনায় আ’সামিরা এ হ” ত্যাকা’ণ্ড ঘটান। ২০১৭ সালের ৫ এপ্রিল সৈয়দ রফিকুল ইস’লামের বি’রুদ্ধে থা’নায় জিডি করেছিলেন নি’হত মাসুদুর রহমান শুভ্র।