
মোঃ রবিউল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধিঃ
সৌদি আরবের আবাহার হালাবা নামক স্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক বাংলাদেশী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত মধ্য বয়সী এই ব্যক্তির নাম মোঃ দুলাল মিয়া।(৪০)
সে জামালপুর জেলার মাদারগঞ্জ থানার ৭নং সিধুলি ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড়ের রায়ের ছড়া এলাকার অধিবাসী ছিলেন।
জানা যায়, আজ থেকে ১১বছর আগে পরিবারের কথা চিন্তা করে মোঃ দুলাল মিয়া
সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন । সেখানে সে আবাহার হালাবা নামক স্থানে
একটি পানির বোতলের দোকানে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় কাজ করা অবস্থায় নামাজের সময় হলে সে নিকটবর্তী একটি মসজিদে এশার নামাজ পড়তে গিয়েছিলেন। নামাজ শেষে রোড পার হওয়ার সময় প্রচন্ড বেগে একটি গাড়ী এসে তাকে ধাক্কা দিলে ঐ স্থানেই তার মৃত্যু হয়।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিহতের প্রতিবেশী নাতী সৌদি প্রবাসী মোঃ মনিরুজ্জামান মনির তার এহেন মৃত্যুর গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্ত্বার শান্তি কামনা করেন। সেই সাথে সকলের নিকট তার জন্য দোয়া কামনা করেন।
উল্লেখ্য যে, মৃত দুলাল মিয়ার লাশ দেশে আনার ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে৷