• সোমবার, ০৫ জুন ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত- জামালপুর জেলার মেলান্দহে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০০ শয্যা করা হবে; সাংসদ এবাদুল করিম বুলবুল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জুড়ী উপজেলা শাখার কমিটি অনুমোদন ভোলা-১ আসনে তোফায়েল ভাইয়ের বিকল্প নেই – জহুরুল ইসলাম নকিব কমলগঞ্জের শমসেরনগরে এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতে আহত: প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন আজমত উল্লা মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে পুণরায় সভাপতি সেলিম, সম্পাদক সুমন ১০ দফা বাস্তবায়নের দাবীতে খাগড়াছড়িতে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত  জেলা পর্যায়ে মেধা প্রতিযোগীতায় সুজানগর গার্লস একাডেমির ছাত্রী মার্জিয়া রহমান নিহার কৃতিত্ব। 

হবিগঞ্জ পৌরসভাবাসী: জেগে উঠোন, নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় করেন,

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ৩০৮ জন পড়েছে
প্রকাশিত সময়: শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

নাহিদ মিয়া,হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

 হবিগঞ্জ পৌরসভা নির্বাচনেকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিমের নির্বাচনে নৌকা মার্কায় বিজয়ের লক্ষ্যে পৌরবাসী সবাই জেগে উঠোন, আগামী ২৮ ফেব্রুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিন, আপনার ভোট মূল্যবান দিয়ে সহযোগিতা করুন।

 

জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম দক্ষ নেতৃত্বের যুবলীগ ঐক্যবদ্ধ,একজন ত্যাগি ও দক্ষ সংগঠক সবসময় তৈরী হয়না। ভুল ত্রুটি, পক্ষ-বিপক্ষ, ব্যাক্তিগত স্বার্থ মানুষের মাঝে থাকবেই।

 

আতাউর রহমান সেলিম আমার আপনার ব্যাক্তিগত অপছন্দের কিন্ত আগামীদিনে সে হবিগঞ্জ আওয়ামী পরিবারের জন্য অনেক গুরুত্বপুর্ন। হবিগঞ্জ জেলার একজন গর্বিত সন্তানকে সময়ের স্রোতে শেখ হাসিনার পছন্দের যুবলীগ নেতাকে একটি বারের জন্য মেয়র নির্বাচিত করুন। কেন্দ্রীয় ভাবে সম্মানিত যে ব্যক্তি করেছে, এই হল আতাউর রহমান সেলিম, নেতা মনে না করে আপনাদের সন্তান হিসেবে একবার নৌকা মার্কা ভোট দিয়ে দেখেন পৌরসভা উন্নয়ন হবে সবাই নিজ জেলায় সম্মানিত করা উচিত।

 

একজন নেতা সর্বদিক দিয়ে সবাইকে খুশী করতে পারেনা। সে এমন কর্মীও তৈরী করেছে যারা জীবন – যৌবন, অর্থসম্পদ সবকিছু দলের জন্য বিলিয়ে দিয়ে দেন। দক্ষ রাজনৈতিক সংঘটকের অভাব প্রতিটি দলে। দক্ষ সংগটক না থাকলে দলে শৃংখলা আসেনা। দলে শৃংখলা না থাকলে ষড়যন্ত্রকারীরা এবং দুর্নীতিবাজরা এক হয়ে এলাকার উন্নয়নে বাধা সৃষ্টি হয়।

 

শেখ হাসিনা মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেটের অর্থনৈতিক উন্নয়নের মাথা হবিগঞ্জ পৌরসভা এমন থাকলে হবেনা। আগামী পাচ বছরের মধ্যে হবিগঞ্জ পৌর বাসীকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ত্রিশ হাজার ছাত্রছাত্রীকে বরন করতে হবে আবাসন, খানা দানা, চলাপেরা সহ সবদিক দিয়ে। তাই আমাদের সুদুরপ্রসারী চিন্তাকরতে হবে।

 

বিশ্ব বিদ্যালয় অনেক বড় শিক্ষা প্রতিষ্টান।

হবিগঞ্জ পৌরবাসীর নিকট বিনীত অনুরুধ আপনাদের ভোটে আমরা পার একজন গর্বিত হবিগঞ্জ জেলার একজন সম্মানিত কেন্দ্রীয় নেতা আতাউর রহমান সেলিম। দয়া করে কেউ আতাউর রহমান সেলিম ভাইয়ের নির্বাচনে ষড়যন্ত্র করবেন না। বি এন পি কে অনেক মেয়র দেওয়া হয়েছে এই জেলায়। ।

 

হবিগঞ্জ পৌরসভার মেয়রটা সরকার দলীয় হওয়া দরকার। হবিগঞ্জ পৌরসভার নৌকার প্রার্থী মনোনয়নে আওয়ামীলীগ সঠিক ও সময়উপযোগি সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আস্থাভাজন আতাউর রহমান সেলিম। বর্তমান মেয়র মিজান দলের স্বার্থে সেক্রীফাইজ করা উচিত ছিল, দলে সাথে বেঈমানী করেছে। আমরা আপনাদের সুভাখাংকি। আমরা হবিগঞ্জ জেলার গর্বিত নাগরিক। আমাদের সাংবিধানিক নাগরিক অধিকার পেতে জেলা সদরের সাথে নাড়ীর সম্পর্ক। আমরা হবিগঞ্জ পৌরবাসী। আমরা ভালবাসী আমাদের জেলাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌