নাহিদ মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সাড়ে ১১কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ শহরের হাসপাতালের সামনে থেকে চৌধুরী বাজার পর্যন্ত প্রধান সড়কে আইসিসি পেভমেন্ট নির্মাণ করা হচ্ছে। সোমবার হবিগঞ্জ ৩আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এ সময় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সজীব আহমেদ সদর সার্কেলের। অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সজীব আহমেদ জানায়, সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এর প্রচেষ্টায় এই কাজটি সম্পাদন হচ্ছে এবং এতে হবিগঞ্জ শহরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে । দ্রুত নির্মাণ শেষ করার লক্ষ্যে কাজ করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। ভিত্তি প্রস্তর স্থাপনের সময় এমপি আবু জাহির নির্মাণ কাজের পরিদর্শন করেছেন এবং সঠিকভাবে কাজটি সম্পাদন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সড়কের কোথাও কাজের যেন না সেজন্য দূষ্টি রাখতে ও কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।