নাহিদ মিয়া হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে নাগরিক ঐক্যের ‘হাত পাখা’ মার্কার প্রার্থী আলহাজ শামসুল হুদা অভিযোগ করে বলেন, ‘ইতোমধ্যে উমেদ নগর ওয়ার্ডে কালো টাকার ছড়াছড়ি শুরু হয়ে গেছে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর মার্কেটের সামনে এক পথসভায় তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘অতীতে যারা টেন্ডারবাজি করে, পারসেন্টেজের বাণিজ্য করে কালো টাকার পাহাড় গড়েছেন তারাই আজ জনগণের কাছে টাকা নিয়ে ভোট কেনার জন্য অপতৎপরতা চালাচ্ছেন। প্রশাসনকে এই সমস্ত কালোবাজারি টেন্ডারবাজদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থ্যা গ্রহণে করতে হবে।’
তিনি আরো বলেন- ‘ইতোমধ্যে আপনারা দেখেছেন টমটমের নম্বর প্লেট, বাসাবাড়ির নক্সা নিয়ে জনগণ কিভাবে হয়নানির স্বীকার হয়েছেন। তাই আগামী ২৮ তারিখ নির্বাচনে পরিচ্ছন্ন, দূর্নীতি ও সন্ত্রাসমুক্ত পৌরসভা গঠনের লক্ষ্যে হাতপাখা মার্কা প্রতীকে ভোট প্রদান করুন।