মোঃ নাহিদ মিয়া,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জ পৌর নির্বাচনকে সামনে রেখে আগামী ২৮ তারিখ পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ আতাউর রহমান সেলিমের নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে তাঁতী লীগ ঐক্যবদ্ধ, হবিগঞ্জ জেলা ও পৌর তাঁতী লীগের , বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
( ৯ ফেব্রুয়ারি )০২/২১ইং রোজ মঙ্গলবার বিকালে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি হবিগঞ্জের উন্নয়নের রূপকার জননেতা আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির এম পি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।
সভাপতিত্ব করেন- হবিগঞ্জ জেলা তাঁতী লীগের সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ্ব মোঃ মুদ্দত আলী।সঞ্চালনা করেন- হবিগঞ্জ জেলা তাঁতী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন সর্দার।
সভার শুরুতে প্রবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে করেন, হবিগঞ্জ জেলা তাঁতী লীগের সহ-সভাপতি ক্বারী লুৎফুর রাহমান হেলালী, সভায় উপস্থিত ছিলেন জেলা, পৌর ও হবিগঞ্জ সদর উপজেলা তাঁতী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।