এস এম আনিছুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা কমিটির পক্ষ থেকে, কেন্দ্রীয় (সাংগঠনিক সম্পাদক) সুমন সাহা এর নেতৃত্বে। হাজীগঞ্জ পৌরসভা (মেয়র) জনাব: আ স ম মাহবুব-উল আলম লিপন মহোদয় কে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন, উপজেলা কমিটির (সভাপতি) সাইফুর রহমান (সাধারণত সম্পাদক) মোঃরাসেল হোসেন, (সিনয়ার সহ সভাপতি) নাসিম উদ্দিন (নাসির), (যুগ্ম সাধারণ সম্পাদক) হানিফ মল্লিক, (সহ সভাপতি) মুনাফ (প্রচার সম্পাদক) মোঃ হাছান (তথ্য বিষয় সম্পাদক) ফরহাদ গাজী (অথ বিষয় সম্পাদক) অালমগীর হোসেন।
পৌরসভা কমিটির (সভাপতি) মো: তারেক মজুমদার, (সেক্রেটারি) রাকিব হোসাইন, (সিনিয়র সহ-সভাপতি) মোঃ শাহ আলম, রকিবুল ইসলাম (খোকন), খেলু সাহা, মোস্তফা হোসেন (সবুজ) এস এম আনিছুর রহমান, রুবেল হোসেন, সুমন গাজী, শাহ জালাল বেপারী, রাকিবুল ইসলাম, রাজু সেখ, (যুগ্ম সাধারণ সম্পাদক) আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, পিয়াস সাহা, অলি আহাদ, সঞ্জয় সাহা, শিবলী সাদিক, আরিফ হোসেন, আশরাফুজ্জামান (শুভ) সহ আরো উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ।