• রবিবার, ০৪ জুন ২০২৩, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
জামালপুর জেলার মেলান্দহে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০০ শয্যা করা হবে; সাংসদ এবাদুল করিম বুলবুল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জুড়ী উপজেলা শাখার কমিটি অনুমোদন ভোলা-১ আসনে তোফায়েল ভাইয়ের বিকল্প নেই – জহুরুল ইসলাম নকিব কমলগঞ্জের শমসেরনগরে এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতে আহত: প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন আজমত উল্লা মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে পুণরায় সভাপতি সেলিম, সম্পাদক সুমন ১০ দফা বাস্তবায়নের দাবীতে খাগড়াছড়িতে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত  জেলা পর্যায়ে মেধা প্রতিযোগীতায় সুজানগর গার্লস একাডেমির ছাত্রী মার্জিয়া রহমান নিহার কৃতিত্ব।  আসন্ন নির্বাচনকে সামনে রেখে নান্দাইলে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

হাজীগঞ্জ পৌর নির্বাচনে ২নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই (আবিদ মিয়া)

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ২০৫ জন পড়েছে
প্রকাশিত সময়: বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

এস এম আনিছুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

 

আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে হাজীগঞ্জ পৌরসভা ২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব মােঃ আবিদ মিয়া, আপনারা সবাই অবগত আছেন আগামী ৩০ জানুয়ারি-২০২১খ্রিস্টাব্দ রোজ: শনিবার হাজীগঞ্জ পৌরসভা নির্বাচন, উক্ত নির্বাচনে ২নং ওয়ার্ডে আমি মোঃ আবিদ মিয়া, কাউন্সিলর পদ-প্রার্থী আপনাদের দোয়া, সমর্থন ও ভােট কামনা করছি।

হে শ্রদ্ধাভাজন ২নং ওয়ার্ডবাসী,

আপনারা সবাই আমাকে চিনেন ও জানেন। আপনারা আমাকে ভােট দিয়ে বৃহত্তর ১নং ওয়ার্ড (বর্তমান-১,২,৩নং ওয়ার্ড)-এ মেম্বার নির্বাচিত করেছিলেন ও হাজীগঞ্জ পৌরসভা হওয়ার পরও আপনারা এই ওয়ার্ডে দু-দুবার আমাকে ভােট দিয়ে কমিশনার নির্বাচিত করেছিলেন। সেজন্য আপনাদের কাছে ও মহান রাবুল আল-আমিনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। জানি না আপনাদের প্রত্যাশা আমি পুরণ করতে পেরেছি কিনা। দীর্ঘ পথ চলায় আমি যদি আপনাদের মনে কোন কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।

হে সুধীজন,

আপনারাই সমাজের বিবেক। সমাজকে পরিবর্তন করার জন্য আপনাদের সহযােগিতা একান্ত প্রয়ােজন। আজ

আমাদের সমাজ বিভিন্ন কারনে কুলষিত এবং হারিয়ে যাচ্ছে মাদক নামের ভয়াবহ অভিশাপে। এই মাদক, ইভটেজিং,

সহিংসতা, নির্যাতন, নিপিড়ন থেকে আমি, আপনি, আমাদের সন্তান কেউই নিরাপদ নয়। সময় এসেছে পরিবর্তনের,

সময় এসেছে বিগত দিন গুলাের ভুল শুধরে নেওয়ার, আসুন সবাই মিলে ঐক্য গড়ি, অন্যায় আর অত্যাচারকে না বলি।

প্রিয় ভাই ও বােনেরা,

দীর্ঘ প্রায় ১৫ বছর পর আমি আবার নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার জীবনের শেষ নির্বাচন, আমি আর নির্বাচন করবাে না। জানি না আল্লাহ তায়ালা হায়াৎ কতদিন রেখেছেন। তবে যতদিন বাঁচবাে আপনাদের সুখে-দুঃখে, বিপদে আপদে নিজেকে উৎসর্গ করে বাঁচতে চাই। আমি আপনাদের পাশে থাকতে চাই।

হে স্নেহধন্য তরুন সমাজ,

আমি বিশ্বাস করি তরুনরাই সমাজের আলােকবর্তিকা। তােমরাই পারাে সমাজকে আলােকিত করতে। আর এই

আলােকিত সমাজ গড়তে সবার আগে দরকার শিক্ষা। শিক্ষা ছাড়া লক্ষ্যহীন হয়ে পড়বে আমাদের সমাজ। মনে

রাখবা, তােমরাই আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধর। এ সমাজকে একদিন তােমাদেরই নেতৃত্ব দিতে হবে। একমাত্র তরুনরাই পারে পার্থক্য গড়ে দিতে। তােমরাই পারাে সমাজ থেকে মাদক, ইভটিজিং, নির্যাতন-নিপিড়ন, শােষণ,

জবর-দখল, চাঁদাবাজি, ভূমি দখল, কালাে টাকা ও পেশি শক্তির অবসান ঘটিয়ে একটি সুন্দর সুশীল ও নিরাপদ সমাজ উপহার দিতে। তাই তরুনদের প্রতি আমার উদার্ত আহ্বান-এসাে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে একটি সুন্দর আধুনিক ও ডিজিটাল ওয়ার্ড গড়ে তুলি। প্রত্যাশা রইল তােমাদের কাছে।

হে মহান সৃষ্টিকর্তা,

তােমার দরবারে আমার এই মিনতি, আমি যেন ভবিষ্যতে দেশ ও দশের এবং ২নং ওয়ার্ডে আপামর জনতার কল্যাণে কাজ করতে পারি সেই শক্তি ও সাহস আমাকে দাও। আমিন।

পরিশেষে, আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার পাঞ্জাবী মার্কায় একটি মূল্যবান ভােট ও সমর্থন কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌