সাইফুল আলম, বিশেষ প্রতিনিধিঃ
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর – ১০ ডিসেম্বর ২০২০) উদযাপন উপলক্ষে আজ ২৫ নভেম্বর হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নে নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্য্যালয় কর্তৃক আয়োজনে ধারা ইউনিয়ন পরিষদ হল রুমে এই সমাবেশ টি অনুষ্ঠিত হয়।
ধারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ বিপ্লবের সভাপতিত্ত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। তিনি তার বক্তব্য নারী নির্যাতন প্রতিরোধে আইনসমূহ এবং বর্তমান সরকারের গৃহিত নানামুখী পদক্ষেপ তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, থানা অফিসার ইনচার্জ
( তদন্ত) সফিকুল ইসলাম, শিক্ষানবিশ আইনজীবি ও সাংবাদিক শাহ দেলোয়ার হোসেন।
ধারা ইউনিয়ন পরিষদ সচিব আবুল কালাম আজাদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গোলে জান্নাত সেতু।