• শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
আজকের আকাশের চাঁদ লালমোহনে জমি বিরোধে বৃদ্ধা মা ও ছেলেকে হত্যা চেষ্টা! ৩৮কেজি গাঁজা সহ ০১মাদক কারবারী আটক করেছে র‍্যাব-১৪ ফরিদগঞ্জে মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিল ২ বন্ধুর প্রাণ স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে নিয়ে দলিত পিছিয়েপড়া জনগোষ্ঠীর মতবিনিময় সভা- কোন মায়ায় তুমি বেঁধেছো প্রেমিকেরে? মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেপ্তারের দাবীতে পাবনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের মানব বন্ধন অনুষ্ঠিত লৌহজংয়ে চার প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা   লৌহজংয়ে ভূমিহীন-গৃহহীন ৪৫ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর মাধবপুরে পবিত্র রমজান উপলক্ষে অসহায়দের মাঝে ইফতার”খাদ্য সামগ্রী বিতরণ

হেফাজত ইসলাম এর হরতালে সিদ্ধিরগঞ্জ থানায় এসআই কাজলের মামলায় ৩১ আসামী 

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ১০৯ জন পড়েছে
প্রকাশিত সময়: বুধবার, ৩১ মার্চ, ২০২১

মাজহারুল ইসলাম বাদলঃ- স্টাফ রিপোর্টার। 

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৮ মার্চ হেফাজতের হরতাল চলাকালে আইনশৃংখলা বাহিনীর সাথে সংঘর্ষ ও নাশকতার অভিযোগে পুলিশ ও র‌্যাব বাদী হয়ে পৃথক ৬টি মামলা দায়ের করেছে রোববার ও সোমবার রাতে। এরমধ্যে একটি মামলার বাদী সিদ্ধিরগঞ্জ থানার এস আই কাজল চন্দ্র মজুমদার। ৩১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪৫০ থেকে ৫০০ জনকে আসামী করেন।

 

মামলায় তিনি অভিযোগ আনেন

 

২৮ মার্চ হরতাল চলাকালে হেফাজতে ইসলামী বাংলাদেশ এর নেতাকর্মীদের কর্মসূচীর ব্যানারে বিএনপি, যুবদল, ছাত্রদল, জামায়েত ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্র শিবিরসহ তাদের উভয় সহযোগী অঙ্গ সংগীদের নেতা কর্মীরা সাইনবোর্ড হতে সিদ্ধিরগঞ্জ থানার সীমানা শীতলক্ষ্যা ব্রীজের পশ্চিম ঢাল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, সানারপাড়, মৌচাক, মাদানীনগর মাদ্রাসার সামনের মহাসড়ক ডাচ বাংলা ইউটার্ন ও শিমরাইল পয়েন্টে লাঠিসােটা, ইট-পাটকেল, পাথর সহ অনুমান-৫০০/৬০০ লোক উচ্ছৃংখল অবস্থায় অবস্থান নেয়। ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে চলমান যানবাহনের বিদ্যুতের খুটি ফেলে, টায়ার পোড়াইয়া, গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাস্তায় চলাচলরত গাড়ী চালকদের আটক করে মারধর পেট্রোল ঢেলে সরকারী ও বে-সরকারী গাড়ীতে অগ্নি সংযোগ করে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে। সরকারী সম্পত্তি ও বেসরকারী সম্পত্তির ব্যাপক ক্ষতি সাধন করে। আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকায় আমি সরকারী ও বেসরকারী সম্পত্তি রক্ষার্থে অরাজক পরিস্থিতি মোকাবেলায় জন জীবন স্বাভাবিক রক্ষার- আর্থে সাধ্যমাফিক বেতার যন্ত্রের মাধ্যমে দ্রুত পুলিশ কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত এলাকা সেক্টর-২ এখকার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার ডিবি জায়েদ পারভেজ চৌধুরীসহ সকল সিনিয়র কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক বাসস্ট্যান্ডের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর অবস্থানকালে বেলা অনুমান-১৩.৩০ ঘটিকার সময় উশৃঙ্খল জনতা বিভিন্ন ধরনের শ্লোগান দিয়ে একত্রিত হয় এবং রাস্তা অবরোধ করে ও মহাসড়কে থাকা গাড়ী নং- চট্ট মেট্রো-ট-১১-৭০৫৭ সহ বিভিন্ন যানবাহনে ভাংচুর করিতে থাকে ও পূর্ব পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে পুলিশের কর্তব্যকাজে বাধা প্রদান করে।

 

তার মামলার আসামীরা হলো-

 

১। রিপন (৩৬), পিতা- আ: মোতালেব, সাং-চিটাগাং রোড ওয়াজুদ্দিন সুপার মার্কেট, মুক্তিনগর নয়াআটি, সাবেক সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল, ২। ইমাম হােসেন বাদল (৪৮), পিতা-মৃত হারেজ মিয়া, সাং-সাইলো গেইট, ৩। আলমগীর (৪৮) পিতা-অহিদ নিন্ম, সং-মুক্তিনগর, ৪। সালাউদ্দিন (৫৭), পিতা-অজ্ঞাত, সাধারন সম্পাদক ১নং ওয়ার্ড বিএনপি থানা-সিদ্ধিরগঞ্জ, ৫। মো: আকরাম ওরফে লোহা আকরাম, পিতা-তোতা মিয়া, সাং-হিরাঝিল, ৬। টি এইচ তোফা, পিতা-অজ্ঞাত, সং-আজিবপুর, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ তরুন দলের সভাপতি, ৭। অকিল উদ্দিন ভূইয়া, সাং-গোদনাইল বি ই রোড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ ৬ন ওয়ার্ড বিএনপির সভাপতি, ৮। লিয়াকত হোসেন লেকু, পিত-অজ্ঞাত, সাং-গোদনাইল আরামবাগ, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি, ৯। জুয়েল প্রধান, পিতা-অজ্ঞাত, সাং-জালকুড়ি মাঝপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক, ১০। মোঃ আব্দুল হাই (৩৬) পিতা- মােঃ আব্দুল মবিন, সাং-রশিকপুর পশ্চিমপাড়া, থানা- চান্দিন, জেলা- কুমিল, এ/পি- পাইনাদি নতুন মহল্লা, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ১১। মালেক গেট্টা মালেক (৫০), পিতা-আঃ কাদের, সাং- পাইনাদী নতুল মহল্লা, সর্ব থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ ১২। আরিফ (২৮), পিতা-অজ্ঞাত, সাং-পাইনাদী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, সভাপতি ইসলামী ছাত্র শিবির, ১৩। মো: সাদরিল, উভয় পিতা- গিয়াস উদ্দীন, সাং- সিদ্ধিরগঞ্জ বাজার, ১৪। ইকবাল হেসেন, পিতা- মৃত ইদ্রিস আলী, সাং- মিজমিজি দঃ বাড়ী পশ্চিম পাড়া, বর্তমান কমিশনার ২ নং ওয়ার্ড বর্তমানে প্রস্তাবিত সাধারণ সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি, ১৫। মান্নান ডাক্তার (৫০) পিতা-অজ্ঞাত, সাং- নিমাই কাশাসরী ১৬। তৈয়ব আলী (৫০) পিতা- হাজী শামসুল হক, সাং- সানারপাড় ১৭। গোলাম কিবরিয়া (৪৮) পিতা-মৃত গোলাম রহমান, সহ সভাপতি নারায়নগঞ্জ মহানগর যুব দল গোদনাইল এস ও রোড, ১৮। আক্তার হোসেন (৪০) পিতা- মনির সরকার, সভাপতি ও ওয়ার্ড যুবদল, সর্ব থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ ১৯। মো: মোক্তার হোসেন (৫৫) পিতা-আলফাজ উদ্দিন, সাং – নবীগঞ্জ, বাগবাড়ী থানা-বন্দর জেলা নারায়নগঞ্জ, ২০। আমান (৪০) পিতা-আলাউদ্দিন সাং- এনায়েত নগর ২১। আ: বারেক (৪৮) পিতা- হাকিম মেম্বার, সাং- সুমিল পাড়া আইলপাড়া, ২২। মিনার ভাঙ্গারী (৪০) পিতা- শামসুল হক, সাং- কদমতলী, ২৩। মাইনুদ্দিন (৩৫) পিতা- মোহাম্মদ হােসেন, সাং- সিদ্ধিরগঞ্জ সাইলো, ২৪। সোহেল পিতা- নূর হোসেন, সাং-কদমতলী সোনা মিয়া বাজার, ২৫। মাইনুল হক (৩০) পিতা- খোরশেদ আলম, সাং- সানারপাড়, ২৬। নুর উদ্দীন (৪২) পিতা- মৃত আঃ রাজাক, সাং- মিজমিজি রহমত নগর, সর্ব থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ ২৭। মোঃ আব্দুল হাই (৩২) পিতা- মোঃ আব্দুল মবিন, সাং-রশিকপুর পশ্চিমপাড়া, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা, এ/পি- পাইনাদি নতুন মহল, খানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ ২৮। মোঃ মাসুম বিল্লাহ (২৫) পিতা- মােঃ আব্দুল মবিন, সাং-রশিকপুর পশ্চিমপাড়া, থানা- চান্দিন, জেলা- কুমিল্ল, এ/পি- পাইনাদি নতুন মহলা, থানা- সিদ্ধিরগ, জেলা- নারায়ণগঞ্জ, থানা জামায়েত ইসলাম সাধারণ সম্পাদক, ২৯। মোঃ আইয়ুব আলী মুন্সী (৪২), পিতা-মৃত রহমান মুন্সী, সাং- শিমরাইল টেকপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ ৩০। আব্দুল হাই রাজু পিতা-মৃত বারেক মেম্বার, মিজমিজি, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ, সাবেক বিএনপি সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি ৩১। সাইফুল ইসলাম সাদু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌