মোঃ এমদাদুল হক,স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ জেলার, হোসেনপুর উপজেলায়, সিদলা ইউনিয়নে,ধলাপাতা গ্রামে,
লকডাউন উপেক্ষা করে সুন্নতে খাৎনার অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানে ১ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়। করোনা মহামারি সময়ে লকডাউনে কোন নিয়ম তুয়াক্কা না করে নিজের ইচ্ছে অনুয়ায়ী অনুষ্ঠান চালনা করা হয়।অনুষ্ঠান চলাকালীন সময়ে
হোসেনপুর উপজেলার ভ্রাম্যমান আদালত খবর পেয়ে খুব তাড়াতাড়ি আসেন উক্ত অনুষ্ঠানে হাজির হয়।
ভ্রাম্যমান আদালত অনুষ্ঠানে এসে দেখে সরকারি কোন নিয়ম নীতি তারা মানে নি, নিয়ম অমান্য করার কারনে ২ হাজার টাকা জরিমানা ও খাবার গুলো এতিমখানায় বিতরণ করা হয়।