মাইকেল নংরুম, জুড়ী (মৌলভীবাজার)
মৌলভীবাজারের জুড়ীতে মাদক ব্যবসায়ী তেজ বাহাদুরকে দেশীয় তৈরি চোলাই মদসহ হাতেনাতে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ।
শুক্রবার (১৬ জুলাই) উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া চা বাগান (বড়লাইন) থেকে রাত আনুমানিক ৯.৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি চোলাই মদসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উক্ত আসামী তেজ বাহাদুর এর দখল থেকে দেশীয় তৈরি ২১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী তেজ বাহাদুর শিলুয়া চা বাগানের (বড়লাইন) রাম গবিন বাহাদুরের ছেলে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে দেশীয় তৈরি চোলাই মদ নিজ দখলে রাখার অপরাধে, উক্ত আসামীর বিরুদ্ধে জুড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ধারা ৩৬(১) এর ২৪(গ) মামলা রুজু করা হয়। আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।