সোহাগ মিয়া নরসিংদী জেলাপ্রতিনিধি
বয়স মাত্র ৭ দিন। অথচ এই সাত দিনের শিশু সন্তানের চিকিৎসার জন্য খরচ হয়েছে মোটা অংকের টাকা। বাবা কিশোর বণিকের পক্ষে হাসপাতালের সব খরচ যখন বহন করা সম্ভব হচ্ছিল না। তখনই আর্থিক সহায়তা নিয়ে কিশোর বণিকের পাশে দাঁড়িয়েছেন ” হৃদয়ে আমাদের নরসিংদী গ্রুপ পরিবার”।
বৃহস্পতিবার (১৫ জুলাই) কিশোর বণিকের মায়ের হাতে নগদ ৪৩,৭০০ টাকার আর্থিক সহায়তা তুলে দেন হদয়ে আমাদের নরসিংদী” অনলাইন গ্রুপ পরিবারে চিফ এডমিন এড. কাজী নাজমুল ইসলাম ,এডমিন- মাজহার স্বপন.এডমিন – রাসেল বিন হাসনাত ও সদস্য এড,এ,কে,এম মনির হোসেন।
এ বিষয়ে এড.কাজী নাজমুল ইসলাম বলেন, ভবিষ্যতেও “হৃদয়ে আমাদের নরসিংদী” গ্রুপ পরিবারের সদস্যদের সাথে নিয়ে মানবসেবামূলক কাজ করে যাবেন। এডমিন পেনেলের পক্ষ থেকে যে সকল গ্রুপ পরিবারের সদস্য আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং অবুঝ শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেন ।
উল্লেখ্য যে, কিশোর বণিক একজন নিয়মিত রক্তদাতা ও এ গ্রুপের যোগ্য সদস্য। এ ছাড়াও হৃদয়ে আমাদের নরসিংদী গ্রুপ পরিবারের মানব সেবামূলক কার্যক্রম চলমান আছে ও থাকবে।