জসিম উদ্দিন ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: ফরিদগঞ্জে নিখোঁজ হওয়া শিশু আদিল মাহমুদ সোহান (৮) এর অর্ধগলিত মরদেহ পাঁচদিন পর বাড়ির পাশে একটি পরিত্যক্ত জমি থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার পৌর এলাকার রুদ্রগাঁও তালুকদার বাড়ির অদৃরে মাটিচাপা দেয়া অবস্থায় খুঁজে পান স্থানীয় লোকজন, পরে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রুদ্রগাঁও গ্রামের তালুকদার বাড়ির মোঃ আনোয়ার ও ফাতেমা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান আদিল মাহমুদ সোহান। সে গত ১৫ মে সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের মসজিদে মাগরিবের নামাজ পড়তে যায়। মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। ১৬ মে মঙ্গলবার শিশুটির পরিবারের পক্ষ থেকে সোহানের বাবা থানায় ডিজি করে। পাশাপাশি সোহানকে ফিরে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও আশপাশের কয়েকটি ইউনিয়নে মাইকিং করা হয়। নিখোঁজ সোহানের বাবা আনোয়ার হোসেন কান্না জড়িত কণ্ঠে বলেন, সোহান প্রতিদিনই বাড়ির সামনে নামাজ পড়তে যায়। নামাজ পড়ে কিছুক্ষণ পর ফিরে আসতো। কিন্ত শুক্রবার সে ফিরলো লাশ হয়ে। সোহানের মা নিজ সন্তানের মরদেহ উদ্ধার সংবাদ পেয়েই জ্ঞান হারিয়ে পেলে। এই ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান জানান শুক্রবার সকালে সোহানের অর্ধ গলিত লাশের সন্ধান পেয়ে পুলিশ ঘটনারস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এই ঘটনা নিয়ে তদন্ত চলছে।