মোঃ মেরাজ আলী,চাঁপাইনবাবগঞ্জ:
১৬ ডিসেম্বর ২০২০ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ।
প্রেসবিজ্ঞপ্তিতে মাধ্যমে জানা যায়, বুধবার ( ১৬ ডিসেম্বর ) রাত ১২ টা ০১ মিনিটে নগরীর ঐতিহাসিক ভুবনমােহন পার্কের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান , সাধারণ সম্পাদক আসলাম – উদ – দৌলা , দৈনিক কালের কণ্ঠের রাজশাহী ব্যুরাে প্রধান রফিকুল ইসলাম , দৈনিক ভােরের কাগজের রিপাের্টার আমানুল্লাহ আমান , স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দীন মিন্টু , সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু , সদস্য মাে . শরিফ উদ্দীন প্রমুখ । প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণকালে রাজশাহী প্রেসক্লাব ও স্মৃতি পরিষদের অন্যান্য সদস্য ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
এদিকে রাজশাহী প্রেসক্লাব ও স্মৃতি পরিষদের পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানানাে হয়েছে । বুধবার এক বিবৃতিতে সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম – উদ- দৌলা এ শুভেচ্ছা জানান । বিবৃতিতে নেতৃদ্বয় বলেন , বাংলাদেশ – চায়ের কাপে স্বাধীন হয়নি । অনেক ত্যাগের ফসল আমাদের এই সােনার বাংলা । লাখাে শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের পথচলাকে অনুপ্রাণিত করে । দেশের সকল জনগণকে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে দেশের উন্নয়নে স্ব স্ব জায়গা থেকে ভূমিকা রাখার প্রতি আহবান জানান তারা ।