ফৌজি হাসান খান রিকু, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।’উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য কে সামনে নিয়ে সোমবার (১৪ নভেম্বর) সকালে লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভা শেষে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন উপলক্ষে একটি র্যালী বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস শিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর,উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রিয়াজ আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদুল আলম প্রমুখ।সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান,গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪টি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দফতর এতে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এছাড়াও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।